Friday, August 22, 2025

আগামী শিক্ষাবর্ষেই চালু হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকেই আধুনিক এবং উন্নত করে তুলতে চান। তিনি বিশেষ জোর দিচ্ছেন জেলাগুলির ওপর। কারণ জেলার মানুষ হাতের কাছে ভালো হাসপাতাল না পেয়ে শহরে ভিড় করেন, হয়রানি হন। জেলায় হাসপাতাল হলে শহরের হাসপাতালের ওপর চাপও কমবে। মুখ্যমন্ত্রীর সেই ভাবনা ও অনুপ্রেরণাতেই পূর্ব মেদিনীপুরে আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে ‘তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ।’

৩০ জুলাই রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধিদল পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে আসে সেই হাসপাতালের কাজ কতদূর এগোল দেখতে। এই মেডিকেল কলেজের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আগ্রহী। তিনি নিজেই এর নামকরণ করেছেন। এমনকি তমলুক জেলা হাসপাতাল চত্বরে নতুন বাড়ি তৈরির জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে টাকাও বরাদ্দ করেছেন। ২০১৯-এ শুরু হয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের নতুন বিল্ডিং নির্মাণের কাজ। আগামী নভেম্বরের মধ্যেই কলেজ ভবনের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন। ৩০ জুলাই সেই নতুন ভবন পরিদর্শন করে রাজ্যের প্রতিনিধি দল। সেই দলটি নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে গিয়ে বৈঠকও করে। আগামী শিক্ষাবর্ষ থেকেই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ চালু করতে চায় রাজ্য। সেই জন্য ইতিমধ্যে অধ্যক্ষ, মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল-সহ ২৪৪টি পদ তৈরি করা হয়েছে। তবে স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের প্রতিনিধিদলকে জেলা প্রশাসন বিকল্প হিসেবে তমলুকের সালগেছিয়ায় পুরনো জেলাশাসকের অফিসে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন মেডিকেল কলেজের পড়াশোনা চালু করার প্রস্তাব দেন।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে জেলা কালেক্টর তমলুক শহর থেকে নিমতৌড়িতে সরানো হয়েছে। ফলে তমলুকের সালগেছিয়ায় পুরনো জেলাশাসকের দপ্তর এখন ফাঁকা পড়ে রয়েছে। ৩০ জুলাই সেই পুরনো জেলাশাসকের বিল্ডিং পরিদর্শন করে রাজ্য থেকে আসা প্রতিনিধি দল। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘২০২২ সাল থেকে ১০০ আসন নিয়ে এই মেডিকেল কলেজ চালু হবে। তারই প্রস্তুতি দেখতে আমরা এসেছি। জেলা প্রশাসনের উদ্যোগে আমরা খুশি।’ প্রতিনিধিদলের পরিদর্শনের সময় ছিলেন স্থানীয় বিধায়ক তথা সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পূর্ব মেদিনীপুর জেলাবাসীর মেডিকেল কলেজের স্বপ্ন পূরণ হতে চলেছে। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা।’

আরও পড়ুন- জলপথে দুর্ঘটনা এড়াতে ইনল্যান্ড ভেসেল ইন্সপেক্টর পদ তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version