Saturday, May 17, 2025

মিজোরামের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত অসমের

Date:

ক্রমশই বাড়ছে অসম ও মিজোরামের মধ্যে সীমানা নিয়ে বিরোধ। সীমানা সমস্যা সমাধানে মিজোরামের মুখ্যমন্ত্রী আলোচনার প্রস্তাব দিলেও সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।

এ প্রসঙ্গে রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, মিজোরামের সঙ্গে সীমানা নিয়ে যে সমস্যা চলছে তার সমাধানের জন্য আমরা সুপ্রিম কোর্টে আবেদন করব। এদিন সকালে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাথাঙ্গা জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে সীমানা সমস্যা নিয়ে কথা বলেছেন। অসম ও মিজোরাম দুই রাজ্যই আলোচনার মাধ্যমে এই বিরোধ মিটিয়ে নিতে চায়।

যদিও অসমের মুখ্যমন্ত্রী টুইটে বলেন, সীমানায় যা হয়েছে তা দুই রাজ্যের বাসিন্দাদের জন্যই অত্যন্ত দুঃখজনক। এই মুহূর্তে মিজোরামের মুখ্যমন্ত্রী কোয়ারেন্টাইনে রয়েছেন। কোরান্টাইনের মেয়াদ শেষ হলেই তিনি আমার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। মিজোরাম পুলিশ অবশ্য অসাম পুলিশের বেশ কয়েকজন অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মুখ্যমন্ত্রী হিমন্তর নামও রয়েছে এফআইআরে। এ প্রসঙ্গে হিমন্ত বলেন, যদি সমন জারি করে সমস্যা সমাধান হয় তবে এই তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করতে রাজি। কিন্তু আমার পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে দেব না। অন্যদিকে মিজোরামের মুখ্য সচিব জানিয়েছেন, তিনি নিজে এবং মুখ্যমন্ত্রী এই এফআইআর- এর বিষয়ে কিছুই জানতেন না। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলবেন। যদি কোন প্রমাণ না থাকে তবে, অসমের মুখ্যমন্ত্রীর নাম এফআইআর থেকে বাদ দিতে বলবেন।

আরও পড়ুন- অধীরগড়ে ফের ভাঙন! কার্যত কংগ্রেসশূন্য হরিহরপাড়া

 

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version