Sunday, May 4, 2025
সিপিএমের পলিটব্যুরো বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় !
দলের পলিটব্যুরোর ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত ‘বিকল্প ফ্রন্ট’-এর বিষয়টি তুলে ধরেন দক্ষিণের এক সিপিএম নেতা৷ এবং একইসঙ্গে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান৷ দিল্লিতে সম্প্রতি মমতা-সোনিয়া বৈঠকের পরে কংগ্রেস-তৃণমূলের নতুন সমীকরণের কথা মাথায় রেখে যাবতীয় রাজনৈতিক সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছে পলিট ব্যুরোর বৈঠকে৷ গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক বিষয় খতিয়ে দেখার কাজও শুরু করেছেন সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব৷  দলে প্রশ্ন উঠছে, ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস যদি বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূল কংগ্রেসের হাত ধরে, তা হলে সিপিএম-র বিকল্প পথ  কী হবে ? কোন রাস্তায় হাঁটলে দলের পায়ের তলার মাটি কিছুটা অন্তত শক্ত হবে ?
আলিমুদ্দিন সূত্রের খবর, পলিট ব্যুরো বৈঠকে এ রাজ্যের নেতারা পাল্টা যুক্তি দিয়ে বলেন, ২০২৪-র আগে হাতে অনেক সময় আছে৷ এখনই এই ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনার প্রয়োজন নেই৷  এই দুই বিপরীতমুখী প্রস্তাবের নিষ্পত্তি হয়নি। তা পাঠানো হয়েছে ৬-৮ অগাস্টের কেন্দ্রীয় কমিটির বৈঠকের টেবিলে৷
একুশের ভোটে ভরাডুবির পরেই বাম-কং জোট নিয়ে  প্রশ্ন ওঠে৷ দিনকয়েক আগে দিল্লি সফরে গিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, “সিপিএমকে আগে বুঝতে হবে, তাদের প্রধান শত্রু কে? কেরালা সিপিএম এখন বুঝতে পারছে বিজেপিই ওদের প্রধান শত্রু৷ এটা বুঝতে বাংলার সিপিএমের এত সময় লাগছে কেন?”
জাতীয় রাজনীতিতে  কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতেই সিপিএমের পিঠ আরও দেওয়ালে লেগে গিয়েছে, কোণঠাসাও হয়ে পড়ছে৷ ফলে তাদের রাজনৈতিক বিকল্প এখনই দরকার৷ জানা গিয়েছে, দলের পলিট ব্যুরো বৈঠকে দক্ষিণ ভারতের এক নেতা বলেছেন, “রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু হয় না৷ সিপিএমের সঙ্গে কংগ্রেসের পশ্চিমবঙ্গে যে জোট হয়েছিল, তা অটুট রেখেও বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব৷ তবে এ জন্য দলকে কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷  বিকল্প সম্ভাবনার আলোচনা এড়িয়ে এগোলে তা রাজনৈতিক হঠকারিতা হয়ে যেতে পারে৷ ভুলে গেলে চলবে না, সর্বভারতীয় স্তরে আমাদের সবার প্রধান রাজনৈতিক শত্রু কিন্তু বিজেপিই৷ তাই বিজেপি বিরোধী জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে গড়ে ওঠে, তাতে আপত্তির কারন থাকা উচিত নয়”

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version