Thursday, August 28, 2025

যুবির ‘বন্ধুত্ব দিবস’ ভিডিওতে নেই ধোনি, দু’জনের ব্যক্তিগত রসায়ন নিয়ে শুরু চর্চা

Date:

আজ বন্ধুত্ব দিবস। জীবনে সুখ দুঃখের পাশে চলার আরেক নাম বন্ধু। বন্ধুত্ব দিবসে একের ওপরের সঙ্গে ছবি ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই তালিকা থেকে বাদ গেলেন না ক্রিকেটাররাও। সচিন তেন্ডুলকর( sachin tendulkar), যুবরাজ সিং( yubraj singh)-রা। তবে যুবরাজের করা বন্ধুত্বপূর্ণ দিবসের পোস্টে আবারও উঠে এসেছে যুবি এবং মহেন্দ্র সিং ধোনির(ms dhoni) ব্যক্তিগত রসায়ন।

এদিন বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে যুবরাজ একটি ভিডিও পোস্ট করেন, সেখানে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং, রোহিত শর্মা থেকে শুরু করে রয়েছেন মহম্মদ কাইফ। কিন্তু যুবরাজ সিংয়ের সেই  ভিডিওত জায়গা হল না মহেন্দ্র সিং ধোনির।

এদিন টুইটারে যুবি ‘ফ্রেন্ডশিপ ডে’ উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করে লেখেন, “জীবনভরের বন্ধুত্বের জন্য, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।” সেই ভিডিওতে হরভজন সিং, জাহির খান, মহম্মদ কাইফ, আশিস নেহরা, সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের সঙ্গে যুবরাজের একাধিক বন্ধুত্বের মুহূর্তের কোলাজ তুলে ধরা হয়েছে। সঙ্গে বেজেছে ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। কিন্তু সেই ভিডিওতে নেই  ধোনির কোনও ছবি। এমনকী ২০১১ সালের বিশ্বকাপ ট্রফি জয়ের যে ছবি রাখা হয়েছে, তাতেও জায়গা হল না ক‍্যাপ্টেন কুলের।  আর এখানেই আবার উঠে এল যুবরাজ আর ধোনির সম্পর্ক। যা ইতিমধ্যেই শুরু চর্চা।

আরও পড়ুন:ইস্টবেঙ্গল দিবসে চুক্তি জট কাটার ইঙ্গিত দিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version