বেশি ভাড়া নিলে বাসের পারমিট বাতিল হবে বাসমালিক সংগঠনগুলিকে কড়া বার্তা ফিরহাদের

লকডাউনের পর করোনা বিধিনিষেধ মেনে রাস্তায় নেমেছে হাতে গোণা বেসরকারি বাস। ভাড়া না বাড়ালে রাস্তায় নামবে না বাস বলে সাফ জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি। এই সুযোগে বিভিন্ন রুটের বাস থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে দাবি যাত্রীদের। এই পরিস্থিতিতে বাস মালিকদের কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বেশি ভাড়া নিলে বাসের পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর হুঁশিয়ারিতে ক্ষুব্ধ বাসমালিক সংগঠন।

এদিন ফিরহাদ হাকিমের মন্তব্যে বেজায় চটেছেন বাসমালিক সংগঠনগুলি। তাঁদের দাবি, সরকার বিজ্ঞপ্তি দিয়ে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ন্ত্রণ করুক। লাগামছাড়া জ্বালানির দাম বৃদ্ধিতে গাড়ি চালানো যাচ্ছে না।তাই ভাড়া বৃদ্ধি ছাড়া কোনও উপায় নেই। অন্য আরেক সংগঠনের আধিকারিক জানান,পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি যেমন সরকারীভাবে বাড়ানো হচ্ছে তেমনি বাসভাড়া বৃদ্ধিও সরকারকেই করতে হবে। এছাড়া চলতে পারে না।

 

Previous articleএক নয়, একাধিক চিট ফান্ড থেকে টাকা তুলেছিল সুমন
Next articleকরোনার ‘R ভ্যালু’ বাড়ছে, টিকাকরণই একমাত্র ভরসা: মত এইমস-এর প্রধানের