Thursday, December 25, 2025

জলে থইথই রাজ্যের একাধিক জেলা,পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে সুব্রত মুখোপাধ্যায়

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জেলা। জলস্তর বাড়ায় প্লাবিত একাধিক গ্রাম। বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে হাত লাগিয়েছে প্রশাসন। আজ ঘাটাল পুর-এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এলাকাবাসীকে সবরকম সহায়তা করার আশ্বাস দেন তিনি।

শনিবার ডিভিসির ছাড়ার জন্য জলে ভাসে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি – এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকতে শুরু করে গ্রামে। উদয়নারায়ণপুর-তারকেশ্বর রাজ্য সড়কের ওপর দিয়ে হু হু করে বইতে থাকে জল। জলের তোড়ে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলে থইথই উদয়নারায়ণপুর হাসপাতাল ও কলেজ। আমতা ও উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে NDRF ও বিপর্যয় মোকাবিলা দল।

জলযন্ত্রণার একই ছবি হুগলির খানাকুলের একাধিক গ্রাম। উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনা। জলের স্রোত অতিরিক্ত বেশি থাকায় ঢুকতে পারেনি স্পিড বোট। এরপর বায়ুসেনার হেলিকপ্টার করে শতাধিক গ্রামবাসীকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি, গতকাল থেকেই খানাকুলের বন্দিপুরে দ্বারকেশ্বর ও ঘোড়াদহে রূপনারায়ণের বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। এখানেও কয়েকটি এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকাল থেকেই বাঁধের ধারে আটকে থাকা স্থানীয় মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনীর কপ্টার। এই প্রথম আরামবাগে সেনাবাহিনীর কপ্টার নামিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। খানাকুলের ধান্যঘরির বেড়াপাড়ার ১১ জনকে উদ্ধার করে আরামবাগের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে ৩জন মহিলাকে, ৮ জন শিশু ও কিশোর । এদিকে দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে প্লাবিত জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকাও। রাস্তার উপর দিয়ে বইছে জল।

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...