ত্রিপুরার পুলিশ পারল না, অভিষেকের মধ্যস্থতায় অবরোধ তুলল পড়ুয়ারা

পূর্ব গোকুলনগর হাইস্কুল স্কুলের প্রধান শিক্ষকের বদলি প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বসেছিল স্কুল পড়ুয়ারা (Student)। অনেক বুঝিয়েও তাদের অবস্থান থেকে সরাতে পারেনি ত্রিপুরার (Tripura) পুলিশ। সেই রাস্তা ধরেই আগরতলা বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। অবরোধে আটকে পড়ে তাঁর কনভয়ও। গাড়ি থেকে নেমে নিজেই পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। তাঁর সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। যে অবরোধ সকাল থেকে পুলিশ বলে ওঠাতে পারেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় তা উঠে গেল মুহূর্তেই। 

ত্রিপুরা পৌঁছেই অভিষেকের ম্যাজিক শুরু হয়ে গিয়েছে। এই ঘটনাযই তাঁর প্রমাণ। এই কারণেই তাঁর যাওয়ার আগে ভয় পেয়েছে বিজেপি- মত তৃণমূলের। সেই কারণে ছেঁড়া হয়েছিল তাঁর নাম-ছবি দেওয়া ফ্লেক্স তৃণমূলের পতাকা। 

 

 

 

 

Previous articleLIC বিক্রির পরিকল্পনা: নির্মলাকে পত্রবোমা অমিতের, সংসদে প্রতিবাদ জানাবে তৃণমূল
Next articleজলে থইথই রাজ্যের একাধিক জেলা,পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে সুব্রত মুখোপাধ্যায়