Tuesday, November 11, 2025

উপনির্বাচন কি আসন্ন? মঙ্গলবার থেকেই ৫ কেন্দ্রে FLC শুরু করার নির্দেশ কমিশনের

Date:

রাজ্য বিধানসভার শূণ্য আসনগুলিতে নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করলো নির্বাচন কমিশন ৷

বাংলার ৫টি আসনে উপনির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই ভবানীপুর-সহ মোট ৫ টি বিধানসভা কেন্দ্রে FLC বা ফার্স্ট লেভেল চেকিং শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে শামসেরগঞ্জ ও জঙ্গিপুরে FLC হচ্ছে না। কারণ সেই আসনগুলিতে বিধানসভা নির্বাচনের আগেই তা সেরে ফেলা হয়েছে। সেখানে পূর্ণাঙ্গ নির্বাচনই হবে। সাধারণভাবে,ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়াকে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগের পদক্ষেপ হিসেবেই ধরা হয়৷ নির্বাচন কমিশন সব সময়ই কোনও কেন্দ্রের বিধায়ক ইস্তফা দিলে বা নির্বাচন বাতিল হয়ে যাওয়ার ৩ মাসের মধ্যেই এই FLC প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়৷ সূত্র মাধ্যমে জানা গিয়েছে, কমিশনের এই নির্দেশিকায় বলা হয়েছে, ৩ আগস্ট থেকে এই FLC প্রক্রিয়া শুরু হবে রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রে। ৬ আগস্টের মধ্যে তা শেষ করতে হবে। এই প্রক্রিয়ায় মূলত সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে ‘ত্রুটিপূর্ণ’ EVM এবং VVPAT বদল করা হয়। বলা হয়েছে, বাংলার ৫টি কেন্দ্র, ভবানীপুর, দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবা বিধানসভা কেন্দ্রে FLC করা হবে। প্রত্যেক রাজনৈতিক দলের দু’জন প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে। পরপর ৪ দিন ৫ কেন্দ্রে FLC চলবে।
কমিশন সূত্রের খবর, প্রথমেই রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি সমীক্ষা করবে কমিশন৷ রিপোর্ট সন্তোষজনক হলে আগস্টের শেষ সপ্তাহ বা
অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ আসনে উপনির্বাচন এবং দুই আসনে পূর্ণাঙ্গ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিতে পারে কমিশন।অক্টোবরের আগেই এই ৫ কেন্দ্রের উপনির্বাচন এবং দুই কেন্দ্রের নির্বাচন সেরে ফেলতে পারে কমিশন৷

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version