Saturday, November 8, 2025

আগামী দিনে সারা দেশে ‘খেলা হবে’: ঘোষণা মমতার

Date:

Share post:

পূর্বঘোষণা মত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম(netaji indoor stadium) থেকে ‘খেলা হবে'(Khela hobe) প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই প্রকল্পের মাধ্যমে ১৬ আগস্ট IFA ৩০৩ টি ক্লাবকে দশটি করে বল ও ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গ্রামের গরিব ক্লাব গুলিকে ১ লক্ষ ফুটবল দেওয়ার কথাও ঘোষণা করা হয়। শুধু তাই নয় বিধানসভা নির্বাচনের আগে গোটা বাংলায় জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর ‘খেলা হবে’ স্লোগানকে চিরস্থায়ী করতে নানান ধরনের কর্মসূচি পালন করার নির্দেশ দেন বাংলার মুখ্যমন্ত্রী।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ প্রকল্পের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটা দেশে খেলা হবে স্লোগান জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। আগামী দিনে সারা দেশে ‘খেলা হবে’। খেলা হবে স্লোগানকে চিরস্থায়ী করার জন্য বিভিন্ন কর্মসূচি নিতে হবে। পার্লামেন্ট থেকে শুরু করে গোটা দেশে খেলা হবে স্লোগান জনপ্রিয়, এটা আমাদের গর্ব।” এর পাশাপাশি তিনি বলেন, “ইতিমধ্যেই রাজ্যজুড়ে একাধিক স্টেডিয়াম তৈরি করেছি আমরা। ২৫ লক্ষ ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। খেলা হবে প্রকল্পে ১ লক্ষ বল গ্রামের গরিব ক্লাব গুলিকে দেওয়া হবে।” পাশাপাশি তিনি আরও বলেন, “১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবসে IFA ৩০৩টি ক্লাবকে ১০টি বল দেওয়া হবে, পাশাপাশি ১৫ হাজার টাকা করে দেওয়া হবে এই সকল ক্লাব গুলিকে।”

আরও পড়ুন:ত্রিপুরা সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি

এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “IFA-কে বিশেষ গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার। আমরা আগে ওদের জন্য সেভাবে কিছু করতে পারিনি।” পাশাপাশি তিনি জানান, “মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানকে ৩০০টি বলের টোকেন দেওয়া হবে। রাজ্য সরকারের খেলাশ্রী প্রকল্প থেকেই ক্লাবগুলোকে সাহায্য করছি আমরা।রাজ্যজুড়ে একাধিক স্টেডিয়াম করেছি আমরা। আগামীদিনে আরও স্টেডিয়াম গড়ার লক্ষমাত্রা নিয়ে এগোচ্ছি আমরা।”

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...