Thursday, August 28, 2025

ত্রিপুরার মানুষ বিচার করবেন: দফায় দফায় বাধা পেরিয়ে ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা অভিষেকের

Date:

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু তার আগে দফায় দফায় তাঁকে বাধা দেন বিজেপির (Bjp) কর্মী-সমর্থকরা। এমনকী, তাঁর গাড়িতে বাঁশ দিয়ে আক্রমণ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। বাধা পেরিয়ে নির্দিষ্ট সময়ের অনেক পরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রিপুরার মানুষ এর বিচার করবেন। দিল্লির বিজেপি নেতারা বাংলায় গিয়ে বলেন, ‘গণতন্ত্র বাঁচাও’। এদিকে ত্রিপুরার গণতন্ত্রের নমুনা দেখুন আগে। কিছুদিন আগেই এই রাজ্য থেকে ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল, ‘অতিথি দেব ভব’। এই তার নমুনা!”। স্কুল বন্ধ থাকা সত্বেও কিছু স্কুলপড়ুয়ারা জাতীয় সড়কে বসে অবস্থান করছিল। অভিষেক তাদের সঙ্গে কথা বলে কয়েক মুহূর্তে সেই অবস্থান তুলে দেন। এ প্রসঙ্গে তিনি নিজে জানান, সেখানে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। অভিষেকের অভিযোগ, পরিকল্পনা করে পড়ুয়াদের দিয়ে রাস্তায় বাধা সৃষ্টি করেছে বিজেপি। তবে এসব করে যে তৃণমূলকে ঠেকানো যাবে না তা স্পষ্ট বুঝিয়ে দেন অভিষেক।
মন্ত্রোচারণ করে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর পাশাপাশি শিব মন্দিরে পুজো দেন তিনি।
সোমবার, সকাল সাড়ে এগারোটা নাগাদ আগরতলায় (Agartala) পৌঁছন অভিষেক। সেখান থেকে সড়কপথে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখান থেকে দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সকালে আগরতলা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। ত্রিপুরেশ্বরী মন্দির ও তার সঙ্গে ছিলেন মলয় ঘটক, ব্রাত্য বসু। বিকেল চারটে সময় সাংবাদিক বৈঠক করবেন অভিষেক।
২০২৩-এ ওই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠন মজবুত করতে তৎপরতা শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে “খেলা হবে” স্লোগান ছড়িয়ে পড়ছে। ত্রিপুরার আট জেলায় তৃণমূলের সংগঠন মজবুত করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাকে।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version