সংগ্রামপুর বিষমদকান্ডে যাবজ্জীবন কারাদণ্ড খোঁড়া বাদশার

সংগ্রামপুর বিষমদকান্ডে যাবজ্জীবন কারাদণ্ড খোঁড়া বাদশার হল সোমবার। বিচারে এই ঘটনায় অন্যতম দোষী সাব্যস্ত খোঁড়া বাদশাকে(life imprisonment of khora Badshah) যাবজ্জীবন কারাদণ্ড হলো। শনিবার খুন-সহ ৪টি ধারায় দোষী সাব্যস্ত করা হয় এই মামলায় অন্যতম অভিযুক্ত খোঁড়া বাদশাকে। দোষী সাব্যস্ত হওয়া খোঁড়া বাদশাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় পৃথক একটি মামলা রুজু হয়েছিল। সেখানেও দোষী সাব্যস্ত হয় খোঁড়া বাদশা। ২০১১-তে সংগ্রামপুরে বিষমদে মৃত্যু হয় ১৭২ জনের । খোঁড়া মগরাহাট থানায় এই মামলা দায়ের হয়েছিল ২০১১ সালে। বিষমদ খেয়ে একাধিক এলাকায় কমপক্ষে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। যে এসেই মামলায় এ দিন সাজা ঘোষণা করে আদালত জানায়, যতদিন না মৃত্যু হচ্ছে, ততদিন জেলবন্দি থাকবে হবে খোঁড়া বাদশাকে।

 

 

 

Previous articleঅভিষেকের ওপর হামলা: রাজ্যসভায় অমিত শাহের কাছে জবাব চাইলেন ডেরেক
Next articleত্রিপুরা সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি