Saturday, August 23, 2025

‘বিল না পাপড়িচাট?’ ৭ মিনিটে একটি করে বিল পাশে সরকারকে তোপ ডেরেকের

Date:

নিয়ম অনুযায়ী সংসদে কোনও বিল পাশ(Bill pass) হতে গেলে সংসদ(parliament) কক্ষে বিস্তারিত আলোচনার প্রয়োজন পড়ে। অবশ্য সেসবের তোয়াক্কা না করেই এবারের বাদল অধিবেশনে(monsoon session) একের পর এক বিল পাস করানো হয়েছে। এবং তা কোনও রকম আলোচনা ছাড়াই। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদের অন্দরেও সরকারের একনায়কতন্ত্রের মানসিকতা নিয়ে। এই ইস্যুতেই এবার কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সোমবার এভাবে সংসদে একের পর এক বিল পাসের ঘটনায় সরকারকে তোপ দেখে টুইট করেন ডেরেক ও’ব্রায়েন। টুইটে তিনি লেখেন, ”নরেন্দ্র মোদী ও অমিত শাহ প্রথম ১০দিনে ঝড় তুলেছেন। ৭ মিনিটে একটি বিল পাশ, এই হিসাবে ১২টি বিল পাশ হল। এটা কি বিল পাশ হচ্ছে না কি পাপড়িচাট বানানো হচ্ছে। #MASTERSTROKE #Parliament”

উল্লেখ্য, চলতি বাদল অধিবেশনে সংসদে বিল পাশের তালিকায় চোখ রাখলে দেখা যাবে, এবার লোকসভায় পাস হয়েছে ৮টি বিল। পাশাপাশি রাজ্য সভায় পাশ করানো হয়েছে ৪টি বিল। তবে এতগুলি বিল পাস হলেও বিল পাশের আগে বিরোধীদের সঙ্গে বিল নিয়ে কোনও আলোচনায় যে সরকার রাজি ছিল না তা আলোচনার সময়ের তালিকাতেই স্পষ্ট। দেখা যাচ্ছে এবারের অধিবেশনে মাত্র ১মিনিটের আলোচনাতেও পাশ হয়েছে বিল। পাশ হওয়া বিলের মধ্যে সর্বোচ্চ আলোচনা হয়েছে ‘এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বিল’ নিয়ে। আলোচনার সময় মাত্র ১৪ মিনিট। গড় হিসেব ধরলে ৭ মিনিটে একটি করে আইন পাস হয়েছে সংসদে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version