Friday, November 7, 2025

আজ মহানগরে ট্যাক্সি ও ক্যাব ধর্মঘট, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের 

Date:

ভাড়া বাড়ানোর (on demand of fare hike) দাবিতে সোমবার ট্যাক্সি ধর্মঘটের (taxi strike) ডাক দিয়েছে এআইটিইউসি (AITUC) অনুমোদিত ট্যাক্সি সংগঠন। ফলে সোমবার সকাল থেকেই ট্যাক্সি চলাচল বন্ধ থাকবে মহানগরে(greater Kolkata)। এই ধর্মঘটে সাামিল হচ্ছে হলুদ ও নীল সাদা ট্যাক্সিগুলি। সঙ্গে রয়েছে অ্যাপ ক্যাবগুলিও (app cab)। অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে প্রথম কর্মদিবসের দিনই চরম ভোগান্তির মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের। যদিও সরকারের তরফে বেশি করে বাস নামানোর আশ্বাস দেওয়া হয়েছে।

 

ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির (price hike of petrol and diesel) সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতার প্রায় ১০ হাজার ট্যাক্সি এই আন্দোলনে সামিল হচ্ছে। তাই এদিন কোনও ট্যাক্সি রাস্তায় নামবে না।

অ্যাসোসিয়েশনের অভিযোগ, ট্যাক্সি ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু সরকার ত নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ করছে না। বারবার বলা সত্ত্বেও রাজ্যের তরফে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না। অথচ ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাবগুলি ইচ্ছামতো ভাড়া বানিয়ে নিয়েছে বলে বলে অভিযোগ। কিন্তুসেই ভাড়া বাড়িয়ে ওলা-উবারের লাভ হলেও যিনি গাড়ির মালিক কিংবা যিনি গাড়ি চালাচ্ছেন, তাঁদের কারও কোনও সুবিধা হচ্ছে না। ফলে অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ন্যায্য ভাড়া না দেওয়ার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচিতে থাকছে। মূলত এআইটিইউসি অনুমোদিত অনলাইন ক্যাব সংগঠনের সদস্যরা এই প্রতিবাদে সামিল হবে বলে জানা গেছে।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version