Thursday, May 22, 2025

মাস চারেক আগে প্রধানমন্ত্রীর(Prime Minister) মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পিকে সিনহা(pk Sinha)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অন্যতম উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন অমরজিৎ সিনহা(amarjeet Sinha)। মাত্র এক বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে অন্যতম দুই শীর্ষ আধিকারিক এভাবে ইস্তফা দেওয়ার স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। যদিও কেন তিনি পদত্যাগ করেছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

প্রাক্তন এই আইএএস অফিসার ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রধামন্ত্রীর দফতরে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রীর দফতরে উপদেষ্টা হিসেবে কাজ শুরু করার পর মূলত গ্রাম কেন্দ্রিক এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে হাতে নেওয়া প্রকল্পগুলির দায়িত্বে ছিলেন অমরজিৎ সিনহা৷ লকডাউন পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ঘোষণা করেছিল মোদি সরকার৷ জানা যায়, গরিব কল্যাণ যোজনাও ছিল অমরজিৎ সিনহার মস্তিষ্কপ্রসূত৷

উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর মনরেগা প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে অমরজিৎ সিনহা গ্রামোন্নয়ন সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতি পায় মনরেগা প্রকল্প। কর্মজীবনে তাঁর ব্যাপক দক্ষতার কারণে অবসরের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টার গুরু দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই তিনি এভাবে ইস্তফা দিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে সব মহলে।

 

Related articles

সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জাপানের: অভিষেকদের সঙ্গে বৈঠকে আশ্বাস তাকাশির

যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের (India) লড়াইকে পূর্ণ সমর্থন জাপানের (Japan)। ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন...

আমার মায়ের বাড়ি এসেছি: ছবি মুক্তির আগে দক্ষিণেশ্বরে আবেগাপ্লুত কাজল

লক্ষ্মীবারের সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে একটু অচেনা ব্যস্ততা আর নিরাপত্তার কড়াকড়ি দেখে মন্দিরে পুজো দিতে আসা সকলেই...

মাত্রা ছাড়াচ্ছে ED, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম আদালতের

দেশের শীর্ষ আদালতের (Supreme Court)কাছে কড়া ধমক খেল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় ইডির...

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip...
Exit mobile version