Saturday, November 22, 2025

মোদির উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন অমরজিৎ সিনহা

Date:

মাস চারেক আগে প্রধানমন্ত্রীর(Prime Minister) মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পিকে সিনহা(pk Sinha)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অন্যতম উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন অমরজিৎ সিনহা(amarjeet Sinha)। মাত্র এক বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে অন্যতম দুই শীর্ষ আধিকারিক এভাবে ইস্তফা দেওয়ার স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। যদিও কেন তিনি পদত্যাগ করেছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

প্রাক্তন এই আইএএস অফিসার ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রধামন্ত্রীর দফতরে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রীর দফতরে উপদেষ্টা হিসেবে কাজ শুরু করার পর মূলত গ্রাম কেন্দ্রিক এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে হাতে নেওয়া প্রকল্পগুলির দায়িত্বে ছিলেন অমরজিৎ সিনহা৷ লকডাউন পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ঘোষণা করেছিল মোদি সরকার৷ জানা যায়, গরিব কল্যাণ যোজনাও ছিল অমরজিৎ সিনহার মস্তিষ্কপ্রসূত৷

উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর মনরেগা প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে অমরজিৎ সিনহা গ্রামোন্নয়ন সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতি পায় মনরেগা প্রকল্প। কর্মজীবনে তাঁর ব্যাপক দক্ষতার কারণে অবসরের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টার গুরু দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই তিনি এভাবে ইস্তফা দিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে সব মহলে।

 

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...
Exit mobile version