প্রথম টেস্টে নামার আগে সতীর্থদের কড়া বার্তা কোহলির

বুধবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে জয় পেতে মুখিয়ে ভারতের অধিনায়ক।
ইংল্যান্ডের মাঠে এবার অসহায় আত্মসমর্পণ করা চলবে না। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন কোহলি। ভারতীয় দলের সাবেক সতীর্থ দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ব্যক্তিগত ভাবে আমার কাছে জয়টাই শেষ কথা। ইংল্যান্ডে জয় পেলে তৃপ্তি আরও বেড়ে যায়। তাই নিজের ব্যক্তিগত নজির নিয়ে না ভেবে দলের জয়ের কথা ভাবতে চাই। মাঠে নামলেই জেতার কথা ভেবে এসেছি। এ বারও সেই মানসিকতা নিয়ে খেলতে চাই। বিদেশের মাঠে আমরা আগেও টেস্ট সিরিজ জিতেছি। এ বারও সেই একই ধারা বজায় থাকবে। আমরা জেতার জন্যই খেলব। তাই অসহায় আত্মসমর্পণের প্রশ্নই আসছে না।
ইংল্যান্ডের মাঠে সেই ২০০৭ সাল থেকেই টেস্ট সিরিজ জয়হীন ভারত। এদিকে আবার বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত মাসেই হেরেছে দলটি। শুধু তাই নয়, এবার দলের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। ময়াঙ্ক আগরওয়াল মাথায় চোট পেয়ে ইতিমধ্যেই প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। অজিঙ্কা রাহানের হ্যামস্ট্রিং চোট এখনও পুরো সারেনি। তারপরও ইতিবাচক মানসিকতা নিয়ে বুধবার নটিংহ্যামে নামতে চাইছেন কোহলি।

 

Previous articleআরও ঊর্ধ্বমুখী: সব বাধা পেরিয়ে নয়া রেকর্ড সেনসেক্স-নিফটির
Next articleঅপচয় আটকে ৩ কোটি মানুষকে ভ্যাকসিন রাজ্যের