Tuesday, May 13, 2025

বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গেল ভারত।টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের। সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও এখনই শেষ হয়নি পদক জয়ের আশা। ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন মনপ্রীত সিংহরা। ভারতকে ২-৫ গোলে হারিয়ে দিল বেলজিয়াম।
মঙ্গলবার সকালে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায় ৷ ৪৯ বছর পর অলিম্পিকস হকিতে ফাইনালে ওঠার হাতছানি ৷ দুরন্ত ছন্দে থাকা মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে হারের মুখ দেখল ভারত ৷ ছেলেদের হকিতে সোনা-রুপো জয়ের স্বপ্নের শেষ এখানেই ৷ তবে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে ৷
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিশ্ব চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলেননি মনপ্রীতরা ৷ ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন বেলজিয়ামের লোইয়েক লুয়েপার্ত ৷ মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় ভারত ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান হরমনপ্রীত ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের চাপ বাড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে লিড নেয় ভারত ৷ মনদীপের সিংয়ের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামের তিনটি পেনাল্টি কর্নার সেভ করে ভারত ৷ কিন্তু সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ দ্বিতীয় কোয়ার্টারের ৪ মিনিটের মাথায় স্কোর ২-২ করেন ড্র্যাগফ্লিকার আলেক্সজান্ডার হেনড্রিক্স ৷ দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন আলেক্সজান্ডার ৷ শেষ আট মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে লিড দ্বিগুণ করে নেয় বেলজিয়াম ৷

 

ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে আরও একটি গোল করে ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম ৷ সেমিফাইনালে হারলেও মনপ্রীতদের লড়াই মন জয় করে নিয়েছে ৷
হেরে গেলেও ভারতের লড়াইয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লেখেন, ‘জেতা, হারা জীবনের অঙ্গ। ভারতের ছেলেদের হকি দল অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়েছে। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। ভারত তোমাদের জন্য গর্বিত।’

 

Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...
Exit mobile version