Wednesday, August 27, 2025

দেশে ৪ বছরে বেকারদের আত্মহত্যা বেড়েছে ২৪ শতাংশ: কেন্দ্রীয় রিপোর্ট

Date:

ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি(Narendra Modi) প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন তিনি। তবে গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দেশবাসীর জন্য চাকরির ভাড়ার শূন্য। শুধু তাই নয় মোদি সরকারের(Modi government) আমলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের(jobless) আত্মহত্যার(suicide) প্রবণতা। তথ্য বলছে শেষ ৪ বছরে বেকারত্বের কারণে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ। সম্প্রতি এই তথ্য প্রকাশ এনেছে খোদ কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন সংস্থা ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (এনসিআরবি)। যার ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের।

সম্প্রতি এনসিআরবি-র তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে বলা হচ্ছে, ২০১৬ সালে বেকারত্বের কারণে দেশে ২,২৯৮ জন আত্মহত্যা করেছিলেন। ২০১৯ সালে তা বেড়ে হয় ২,৮৫১। মধ্যবর্তী সময়ে ২০১৭ সালে ২,৪০৪ এবং ২০১৮ সালে ২,৭৪১ জন বেকার আত্মঘাতী হন। শুধু তাই নয়, বেকারত্বের জেরে আত্মহত্যা দেশের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। ২০১৯ সালের হিসাব অনুযায়ী এই রাজ্যে এক বছরে আত্মঘাতী হয়েছেন ৫৫৩ জন। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। ২০১৯ সালে এই রাজ্যে আত্মহত্যার সংখ্যা ৪৫২। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (২৫১), ঝাড়খণ্ড (২৩২) এবং গুজরাত (২১৯)। তুলনামূলক অনেক ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৯ সালে বাংলায় আত্মহত্যার ঘটনা মাত্র ৪০।

আরও পড়ুন:অজন্তার সমর্থনে জাগোবাংলা’য় এবার কলম ক্ষিতিকন্যা বসুন্ধরার

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে দেশে বেকারত্বের হার বাড়ছে বলে বিজেপি তরফে দাবি করা হলেও। আদতে ছবিটা আলাদা। কোভিড-১৯ সংক্রমণের আগেই মোদী জমানায় বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৪৫ বছরের সর্বোচ্চে। প্রতিবারই পরিস্থিতিতে তা আরও অবনতির দিকে যায়। তবে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা করোনা পরিস্থিতির আগে দেশে বেকারত্ব ও আত্মহত্যার আসল ছবিটা প্রকাশ্যে এনে দিয়েছে।

 

Related articles

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...
Exit mobile version