জেল মুক্তির মুখেই ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল

ফের গ্রেফতার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ঘনিষ্ঠ রাখাল বেরা (Rakhal Bera). রাখালকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। সিঙ্গল বেঞ্চের (Single Bench) সেই জামিনের (Bail) বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে (Division Bench) যায় রাজ্য সরকার। এবার তাকে তমলুকের একটি পুরোনো মামলায় গ্রেফতার করা হল।

আজ, মঙ্গলবার ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন রাখাল বেরার ছেলে তাঁর আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়কে জানান, ১৫ জুন তমলুকের একটি মামলায় ফের গ্রেফতার করা হয়েছে তার বাবাকে। এর আইনজীবী সেই কথা বিচারপতিদের জানান। আদালত প্রশ্ন তোলে, সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল গ্রেফতার করার আগে আদালতের অনুমতি নিতে হবে। তা হলে সেই নির্দেশ মানা হয়নি কেন?

 

Previous articleবিধানসভার ৪১ কমিটির চেয়ারম্যানদের গাড়ির জন্য বরাদ্দ হবে কত তেল?
Next articleপাঞ্জাব-জম্মু সীমান্তে ফের ভেঙে পড়ল সেনা কপ্টার, খোঁজ নেই চালকদের!