Sunday, August 24, 2025

কংগ্রেসের ডাকে প্রাতঃরাশ বৈঠকে রণকৌশল তৃণমূল-সহ বিরোধীদের, সাইকেলে সংসদে রাহুল

Date:

দিল্লি সফরে গিয়ে বিরোধী জোটের সলতে পাকানোর কাজটা করে দিয়ে এসেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার দিল্লিতে সক্রিয় বিজেপি (Bjp) বিরোধী শিবির। সংসদে বাদল অধিবেশনের মধ্যেই মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলের নেতাদের প্রাতঃরাশ বৈঠকে ডাকেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) । ১৫টি বিরোধী দলের সাংসদরা ছিলেন প্রাতরাশ-বৈঠকে। রাহুল গান্ধী, প্রফুল্ল প্যাটেল, দিগ্বিজয় সিং, রণদীপ সিং সূর্যেওয়ালা, রাজীব শুক্লা, দীপেন্দ্র সিং হুডা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, ছায়া বর্মাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্ররা। তবে, ডাক পেয়েও বৈঠকে আসেনি বহুজন সমাজ পার্টি ও আপ।

সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষে মোদি সরকারকে কোণঠাসা করতে মাঠে নেমে পড়েছে অবিজেপি দলগুলি। তার মধ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে মূলত বিরোধী শিবিরের সংসদীয় রণনীতি নিয়ে আলোচনা হয়। পেগাসাস, কেন্দ্রীয় কৃষি আইন, পেট্রোল-ডিজেল ইত্যাদি ইস্যুতে সরকারকে কোণঠাসা করার ঘুঁটি সাজানো হয়েছে ওই বৈঠকে।

বৈঠকের পর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনস্টিটিউশন ক্লাব থেকে সংসদ ভবন পর্যন্ত সাইকেল ব়্যালি করেন রাহুল গান্ধী

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version