Tuesday, November 4, 2025

#এবার ত্রিপুরা: বিজেপিকে হটানোই অঙ্গীকার, টুইটে বার্তা অভিষেকের

Date:

#এবার ত্রিপুরা। এই লক্ষ্য আর অঙ্গীকার নিয়ে সোমবার একদিনের সফরে সেই রাজ্যে গিয়েছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ফিরে এসে মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন, ত্রিপুরায় (Tripura) বিজেপির (Bjp) পাততাড়ি গোটানো সময় হয়ে এসেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (Biplab Dev) ট্যাগ করে অভিষেক লেখেন, “অনেক হয়েছে তাঁর শাসন”।

 

অভিষেকের কথায়,
“2023 আসছে। ত্রিপুরার মানুষের জীবনে গণতন্ত্রের ঊষা কিরণ ছড়াবে। প্রত্যেক মানুষ এই পরিবর্তনে শামিল হবেন, তাদের মুখে হাসি ফুটে উঠবে।
এটা আমাদের অঙ্গীকার। #এবার ত্রিপুরা”। এর সঙ্গে সোমবারের সাংবাদিক বৈঠকের অংশ পোস্ট করেন তিনি।

সোমবার, ত্রিপুরা গিয়ে লক্ষ্য স্থির করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছিলেন, দেড় বছর পরে সেখানে সরকার গড়বে তৃণমূল। স্পষ্ট জানান, “ত্রিপুরায় চমকানি-ধমকানি আর চলবে না। সমাজবিরোধীদের খেলা শেষ। আজ ত্রিপুরার মানুষের খেলা শুরু।” আগরতলায় পা রাখার পর থেকেই পদে পদে অভিষেককে বাধা দেয় বিজেপি। তাঁর গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে আঘাত করা হয়। এরপরেও সাংবাদিক বৈঠকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিপ্লব দেবকে। স্পষ্ট বলেন, “15 দিনের পর আবার আসব, পারলে আমাকে আটকে দেখান”।

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়েই অভিষেক জানিয়ে দিয়েছিলেন, অন্য রাজ্যে পা রেখে শুধু সংগঠন মজবুত করা বা দু একটি আসন পাওয়ার নয়, সে রাজ্যে জয় পাওয়াই তৃণমূলের লক্ষ্য হবে। আর দায়িত্ব নিয়ে ত্রিপুরায় প্রথমবার পা রেখেই সেই কথা বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমদিন থেকেই চিনিয়ে দিলেন টার্গেট হ্যাশট্যাগ এবার ত্রিপুরা।

 

 

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version