Tuesday, August 26, 2025

কংগ্রেসের ডাকে প্রাতঃরাশ বৈঠকে রণকৌশল তৃণমূল-সহ বিরোধীদের, সাইকেলে সংসদে রাহুল

Date:

দিল্লি সফরে গিয়ে বিরোধী জোটের সলতে পাকানোর কাজটা করে দিয়ে এসেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার দিল্লিতে সক্রিয় বিজেপি (Bjp) বিরোধী শিবির। সংসদে বাদল অধিবেশনের মধ্যেই মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলের নেতাদের প্রাতঃরাশ বৈঠকে ডাকেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) । ১৫টি বিরোধী দলের সাংসদরা ছিলেন প্রাতরাশ-বৈঠকে। রাহুল গান্ধী, প্রফুল্ল প্যাটেল, দিগ্বিজয় সিং, রণদীপ সিং সূর্যেওয়ালা, রাজীব শুক্লা, দীপেন্দ্র সিং হুডা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, ছায়া বর্মাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্ররা। তবে, ডাক পেয়েও বৈঠকে আসেনি বহুজন সমাজ পার্টি ও আপ।

সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষে মোদি সরকারকে কোণঠাসা করতে মাঠে নেমে পড়েছে অবিজেপি দলগুলি। তার মধ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে মূলত বিরোধী শিবিরের সংসদীয় রণনীতি নিয়ে আলোচনা হয়। পেগাসাস, কেন্দ্রীয় কৃষি আইন, পেট্রোল-ডিজেল ইত্যাদি ইস্যুতে সরকারকে কোণঠাসা করার ঘুঁটি সাজানো হয়েছে ওই বৈঠকে।

বৈঠকের পর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনস্টিটিউশন ক্লাব থেকে সংসদ ভবন পর্যন্ত সাইকেল ব়্যালি করেন রাহুল গান্ধী

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version