প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল, পাশের হার ৯৯.০৪ শতাংশ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে CBSE দ্বাদশের পর এ বার দশম শ্রেণির ফল প্রকাশিত হল । চলতি বর্ষে পাশের হার ৯৯.০৪ শতাংশ। কেরলের তিরুবনন্তপুরমের ফল সবচেয়ে ভাল। বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর মোট ২১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তবে, মোট ১৬ হাজার ৬৩৯ জনের ফলাফল অসম্পূর্ণ রয়েছে। সেই সকল রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।

অতিমারি আবহে পরীক্ষা বাতিল হয়েছে। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড তরফে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখা যাবে। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে CBSE10 টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

Previous articleআগামিকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
Next articleকংগ্রেসের ডাকে প্রাতঃরাশ বৈঠকে রণকৌশল তৃণমূল-সহ বিরোধীদের, সাইকেলে সংসদে রাহুল