আগামিকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সকাল থেকেই আকাশের মুখভার।সোমবার রাতভর বৃষ্টিতে জল জমেছে উত্তর কলকাতার বহু এলাকায়। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উপকূলে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। তবে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে।

সোমবার রাতের বৃষ্টিতে আর্মহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, মহাত্মা গাঁধী রোডের বেশ কিছু জায়গায় জল জমেছে। ফলে সকাল থেকেই তৈরি হয়েছে যানজট। তার মধ্যে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গায় জোয়ার শুরু হয়েছে। জল না নামা পর্যন্ত লকগেট খোলা যাচ্ছে না। ফলে জল নামতে দেরি হচ্ছে।

এদিকে গত সপ্তাহের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত বাঁকুড়ার মেজিয়া ব্লকে দামোদর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম। এমতাবস্থায় গোঁদের উপর বিষফোঁড়ার মত সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অত্যধিক জলের চাপে জল ছাড়ছে ব্যারেজগুলি।ফলে হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রভৃতি এলাকায় বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যেতে হয়েছে। এই অবস্থায় বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Previous articleচারবারের চ্যাম্পিয়নদের বিদায় ঘণ্টা বাজিয়ে মহিলা ফুটবলের ফাইনালে কানাডা
Next articleপ্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল, পাশের হার ৯৯.০৪ শতাংশ