Monday, August 25, 2025

সাবেক বাঙালি বেশে, বাংলায় শপথ নিলেন জহর সরকার (Jawhar Sircar)। বুধবার, রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন এই আমলা। সাদা ধুতি পাঞ্জাবি পরে বাংলায় শপথ বাক্য পাঠ করেন প্রসার ভারতীর প্রাক্তন প্রধান। সোমবার, রাজ্যসভার সাংসদ মনোনীত হন তিনি। অন্য কোনও প্রার্থী মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে জহর। সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধেয় দিল্লি যান জহর। সেখানেই ঠিক হয়, বুধবার ধুতি-পাঞ্জাবি পরে শপথ নেবেন তিনি। সেই খবর প্রথম জানায়, ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

বিজেপি মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হন তৃণমূল (TMC) প্রার্থী প্রাক্তন আইএএস (IAS) তথা প্রসার ভারতীর প্রাক্তন সিইও (CEO) জহর সরকার (Jahar Sarkar)।মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে জহর সরকারের ভাল সম্পর্ক দীর্ঘদিনের। আদ্যন্ত বাঙালি প্রাক্তন এই আমলার স্কুল জীবন কেটেছে সেন্ট জেভিয়ার্সে। প্রেসিডেন্সি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। মাস্টার্স করেন সমাজবিদ্যাতেও। বিভিন্ন বিষয়ে ডিগ্রিও পান সাসেক্স ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে।

আরও পড়ুন:সিপিএম-আস্থাকারীরাই এখন মমতাপন্থী: কুণালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্তব্য অজয়ের

বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতানৈক্যের মধ্যেই মেয়াদ শেষের চার মাস আগে প্রসারভারতীর সিইওর পদে ইস্তফা দেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধনা করেন জহর। তিনি জানান, ” এবার কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলাম”। সূত্রের খবর, মোদির সরকারের বিরুদ্ধে এই অধিবেশন থেকেই সুর চড়াতে পারেন জহর সরকার।

 

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version