দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসাবে অলিম্পিকে ব্রোঞ্জ পেলেন লভলিনা

মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসাবে অলিম্পিকে ব্রোঞ্জ পেলেন লভলিনা বরগোহাঁই। সেমিফাইনালের ম্যাচে বুসেনাজ সারমেনেলির কাছে ৫-০ বাউটে হেরে গেলেন অসমের লভলিনা। টোকিও অলিম্পিকের মঞ্চে এবারই অভিষেক হয়েছিল লভলিনার। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি। ৬৪-৬৯ কেজি বিভাগে সেমিফাইনালে পৌঁছেই পদক নিশ্চিত করেছিলেন তিনি।
বুধবার তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ ছিলেন তুরষ্কের বুসেনাজ। লড়াইটা চালালেও, তুরষ্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু থেকেই এদিব পিছিয়ে পড়েছিলেন লভলিনা। ম্যাচে ফেরার চেষ্টা চালালেও, প্রতিপক্ষের গতির কাছেই হার মানতে হয় লভলিনার।
অসমের লভলিনার শক্তি লং পাঞ্চ। সেটাকে কাজে লাগাতে চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু অভিজ্ঞতার কাছে হেরে গেলেন তিনি ।

সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও, তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে অলিম্পিকের মঞ্চে ব্রোঞ্জ জিতলেন তিনি। হেরে গেলেও, তাঁর পারফরম্যান্সে মুগ্ধ সকলে।

 

Previous articleবামেরা ব্যর্থ, ত্রিপুরায় বিজেপিকে হটাতে পারে তৃণমূলই: কুণাল
Next articleখারাপ আবহাওয়ায় বাতিল কপ্টারে পরিদর্শন, সড়কপথেই দুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী