Sunday, November 16, 2025

‘কেন্দ্র ভ্যাকসিন দিতে ব্যর্থ’, স্পষ্ট জানালেন নোবেলজয়ী

Date:

কেন্দ্রের(Central) বৈমাতৃসুলভ আচরণের জন্য রাজ্যের টিকাকরণ যে বারবার ব্যাহত হয়েছে একথা একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার মুখ্যমন্ত্রীর সুরেই সুর মেলালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়(Abhijit Vinayak Banerjee)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় তিনি জানিয়ে দিলেন, “কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দিতে ব্যর্থ। যার জেরে ব্যাহত হচ্ছে টিকাকরণ প্রক্রিয়া।”

এদিন সাংবাদিক বৈঠকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনা মোকাবিলায় বাংলায় অনেক কিছু কাজ হয়েছে। উৎসবের মরসুমে গতবারে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য।” পাশাপাশি তিনি জানান, করোনা পরিস্থিতি সামাল দিতে টিকাকরণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের অভাবে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন্দ্র ভ্যাকসিন দিতে ব্যর্থ। পাশাপাশি তিনি আরও জানান, অন্যান্য রাজ্যের তুলনায়ও বাংলায় ভ্যাকসিনের অপচয় অনেক কম। পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নতি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে নোবেলজয়ী বলেন, “সারা দেশের অর্থনীতি সচল হলে তবেই তার প্রভাব বাংলায় পড়বে। বাংলার অনেকেই ভিন রাজ্যে কাজ করেন।” এছাড়াও দেশের অর্থনৈতিক বৃদ্ধি প্রসঙ্গে নোবেলজয়ী বলেন, অনেকেই অনেক কিছু বলছেন তবে আমার ধারণা আগামী বছর দেশের জিডিপি ৬ কিংবা ৭-এ গিয়ে ঠেকবে। করোনার আরও একটি ঢেউ এলে জিডিপি আরও নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশের অর্থনৈতিক উন্নতি না হলে বাংলা একা কিছু করতে পারবে না বলেও জানিয়ে দেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, অগাস্টের শুরুতেই দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে

এদিকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে আরও একবার রাজ্যে ভ্যাকসিনের ঘাটতির জন্য মোদি সরকারকে দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পেয়েছে রাজ্য। তিনি বলেন, জনসংখ্যার নিরিখে যদি দেখা যায় তাহলে গুজরাট, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি অনেক বেশি টিকা পেয়েছে। বাংলা সে তুলনায় কম। প্রতিদিন ১১ লক্ষ ভ্যাকসিন দিতে পারে বাংলা। কেন্দ্র ভ্যাকসিন না পাঠালে, আমরা বাজার থেকে কিনতে পারছি না। আগে অনেক ভ্যাকসিন কেনা হয়েছিল, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, বঙ্গে টিকা নষ্ট হওয়ার ঘটনা যে অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক কম সেটাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version