আজ থেকেই খুলে যাচ্ছে আইনক্স (Inox ) । আগামী সপ্তাহে খুলে যাবে কলকাতার বাকি সিনেমা হলগুলিও (other single screen hall) । এমনটাই জানানো হয়েছে ইম্পা (eastern motion pictures association) সূত্রে। দীর্ঘদিন পর হল খুলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই প্রবল উৎসাহী সিনেমাপ্রেমীরা (movie lovers are very excited)। সিনেমা হলে বসে সিনেমা দেখার আনন্দ থেকে বেশ কয়েক মাস বঞ্চিত ছিলেন সিনেপ্রেমীরা। আইনক্স কর্তৃপক্ষ জানিয়েছে

বৃহস্পতিবার খুলছে কলকাতা ও সংলগ্ন আইনক্সের ছটি হল। প্রথম দফায় সিটি সেন্টার ১, লিলুয়া, মেট্রো, মধ্যমগ্রাম, স্বভূমি ও কোয়েস্ট মলে খুলবে । তবে এখন শুধুইই-টিকিট। জানানো হয়েছে, সরকারি কোভিড বিধি মেনে হল পরিচালিত হবে। দর্শক সংখ্যা থাকবে ৫০ শতাংশের মধ্যে। প্রতি

আধ ঘণ্টা অন্তর স্যানিটাইজ করা হবে চেয়ারের হাতল, সিড়ির হাতল ও দেওয়াল। আর শো শেষ হয়ে গেলে পুরো প্রেক্ষাগৃহ স্যানিটাইজ করা হবে।

ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেছেন, সিনেমা শিল্পের সঙ্গে লক্ষাধিক মানুষের রুজি রোজগারের প্রশ্ন জড়িত। তাই সিনেমা হলগুলো খোলা খুব প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রীকে সিনেমা হল খোলার জন্য চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সেই অনুমতি দেওয়ায় আমরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।

আইনক্স কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকার ৩১ জুলাই থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির অভাবে ওই দিন থেকে প্রেক্ষাগৃহ খোলা সম্ভব হয়নি। এই মুহূর্তে যেহেতু নতুন কোনও বাংলা বা হিন্দি ছবি মুক্তি পায়নি বা সম্ভাবনাও নেই। তাই

আপাতত হলিউডের ছবি দিয়েই দর্শকদের হলমুখী করার ভাবনা মাল্টিপ্লেক্সগুলিরর। অন্যদিকে সিঙ্গলস্ক্রিনের মালিকরা দর্শক টানতে চাইছেন পুরনো বাংলা ও হিন্দি ছবি দিয়ে।
