Monday, August 25, 2025

বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন: পেগাসাস ইস্যুতে অবশেষে মুখ খুললেন মোদি

Date:

পেগাসাস(Pegasus) ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সংসদে বেআইনি নজরদারির ঘটনায় আলোচনা চেয়ে বিরোধীরা(opposition) সরব হলেও মুখে কুলুপ সরকারের। তবে বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে অবশেষে পেগাসাস ইস্যুতে মুখ খুলতে বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অতীতের ছকে তিনি জানিয়ে দিলেন, বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন। তবে পেগাসাস ইস্যুতে সংসদে আলোচনা চাওয়া কীভাবে দেশের বিরুদ্ধে কথা বলা হয় তা অবশ্য স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার এক ভিডিও আলাপচারিতায় পেগাসাস ইস্যুতে বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আগে দেশের সঙ্কটে সবাই ঐক্যবদ্ধ হত। এখন বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন। রাজনৈতিক স্বার্থে সংসদের অবমাননা করে চলেছেন বিরোধীরা’। এই ইস্যুকে অলিম্পিকে ভারতের পদক জয়ের সঙ্গেও তুলনা টেনে বলেছেন ‘দেশ যখন একের পর এক অলিম্পিকে একের পর এক গোল করছে তখন বিরোধীরা আত্মঘাতী গোলেই ব্যস্ত।’

আরও পড়ুন:তৃণমূল সাংসদদের সংসদে ঢুকতে বাধা: ‘এটা কি গণতন্ত্র চলছে!’ টুইট ডেরেকের

শুধু তাই নয় নরেন্দ্র মোদি আরও বলেন, ‘কিছু লোক (বিরোধীরা) সংসদের কাজকর্ম বন্ধ করিয়ে আমাদের দেশের উন্নয়নের গতি আটকাতে চাইছে। এঁরা যতই চেষ্টা করুক, দেশকে সমানের দিকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। দেশ কখনও এই রাজনৈতিক স্বার্থপরতার হাতের কীড়নকে পরিনত হবে না।’ তবে পেগাসাস ইস্যুতে নরেন্দ্র মোদী বিরোধীদের বিরুদ্ধে সরব হলেও, বিরোধীদের প্রশ্নের জবাব দিতে কেন সরকার রাজি নয় তার কোন যথার্থ উত্তর পাওয়া যায়নি। বিরোধীদের অভিযোগ সরকারের এহেন এড়িয়ে যাওয়ার মানসিকতাই প্রমাণ করছে দেশবাসীর ফোনে আড়ি পেতেছিল সরকার।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version