Tuesday, May 6, 2025

বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন: পেগাসাস ইস্যুতে অবশেষে মুখ খুললেন মোদি

Date:

পেগাসাস(Pegasus) ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সংসদে বেআইনি নজরদারির ঘটনায় আলোচনা চেয়ে বিরোধীরা(opposition) সরব হলেও মুখে কুলুপ সরকারের। তবে বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে অবশেষে পেগাসাস ইস্যুতে মুখ খুলতে বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অতীতের ছকে তিনি জানিয়ে দিলেন, বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন। তবে পেগাসাস ইস্যুতে সংসদে আলোচনা চাওয়া কীভাবে দেশের বিরুদ্ধে কথা বলা হয় তা অবশ্য স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার এক ভিডিও আলাপচারিতায় পেগাসাস ইস্যুতে বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আগে দেশের সঙ্কটে সবাই ঐক্যবদ্ধ হত। এখন বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন। রাজনৈতিক স্বার্থে সংসদের অবমাননা করে চলেছেন বিরোধীরা’। এই ইস্যুকে অলিম্পিকে ভারতের পদক জয়ের সঙ্গেও তুলনা টেনে বলেছেন ‘দেশ যখন একের পর এক অলিম্পিকে একের পর এক গোল করছে তখন বিরোধীরা আত্মঘাতী গোলেই ব্যস্ত।’

আরও পড়ুন:তৃণমূল সাংসদদের সংসদে ঢুকতে বাধা: ‘এটা কি গণতন্ত্র চলছে!’ টুইট ডেরেকের

শুধু তাই নয় নরেন্দ্র মোদি আরও বলেন, ‘কিছু লোক (বিরোধীরা) সংসদের কাজকর্ম বন্ধ করিয়ে আমাদের দেশের উন্নয়নের গতি আটকাতে চাইছে। এঁরা যতই চেষ্টা করুক, দেশকে সমানের দিকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। দেশ কখনও এই রাজনৈতিক স্বার্থপরতার হাতের কীড়নকে পরিনত হবে না।’ তবে পেগাসাস ইস্যুতে নরেন্দ্র মোদী বিরোধীদের বিরুদ্ধে সরব হলেও, বিরোধীদের প্রশ্নের জবাব দিতে কেন সরকার রাজি নয় তার কোন যথার্থ উত্তর পাওয়া যায়নি। বিরোধীদের অভিযোগ সরকারের এহেন এড়িয়ে যাওয়ার মানসিকতাই প্রমাণ করছে দেশবাসীর ফোনে আড়ি পেতেছিল সরকার।

 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version