আজ, বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নবগ্রাম থানার (Nabagram PS) পোমিয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে (NH34) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় ৪ জনের। আহত বেশ কয়েকজন। সঙ্কটজনক অবস্থায় আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, পথ দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নবগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এদিন সকালে বেশ কিছু মানুষ বহরমপুরে কাজে যাওয়ার উদ্দেশ্যে পোমিয়া মোড়ে একটি ছোট গাড়িতে উঠছিল। তখন পিছন থেকে বেপরোয়া গতিতে অন্য একটি ছোট গাড়ি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
