অলিম্পিকের মঞ্চে বলিউডের গানে নাচ মহিলা সাঁতারুদের! কিন্তু কেন?

এবার টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) মঞ্চে বাজল বলিউডের জনপ্রিয় গান (Bollywood Song)। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) অভিনীত ‘’আজা নাচলে’’ (Aja Nachle) গানের তালে নাচলেন ইজরায়েলের (Isreal) দু-জন মহিলা সাঁতারু (Women Swimmers)।

ঠিক কী ঘটেছিল?

 

অলিম্পিকে আর্টিস্টিক সাঁতার ছিল। যার মধ্যে একটি ইভেন্টের নাম “ডুয়েট ফ্রি রুটিন”। যার প্রাথমিক রাউন্ডের লড়াইয়ে নেমেছিলেন ইজরায়েলের ওই দুই মহিলা সাঁতারু ইডেন ব্লেখার ও শেলি ববরিস্কি। প্রতিযোগিতার নিয়ম হল কোনও মিউজিক বা কোনও গানের সঙ্গে নীল জলে পারফর্ম করতে হবে সাঁতারুদের। এবার ইজরায়েলি ব্লেখার ও ববরিস্কি পারফর্ম করলেন মাধুরি দীক্ষিত অভিনীত ‘’আজা নাচলে’’ ফিল্মের টাইটেল ট্র্যাকের সঙ্গে। বলিউডের গান অলিম্পিকসের মঞ্চে। তাও আবার কোনও প্রতিযোগিতায়। নিমেষে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 

Previous article৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
Next articleশুক্রবার অব্দি চলবে মাঝারি থেকে ভারি বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের