পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা পিকের

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (CM Of Panjab) অমরিন্দর সিংয়ের (Amrindar Singh) মুখ্য উপদেষ্টার ( Chief Advisor) পদ থেকে সরে এলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। অমরিন্দর সিংকে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন পিকে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠিতে পিকে লিখেছেন, “আপনার প্রধান উপদেষ্টার পদ থেকে আপাতত ইস্তফা দিলাম। বিষয়টি আপনার গোচরে আছে। তাই আপনার কাছ থেকে সাময়িক অব্যাহতি চাইছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”
চলতি বছরের মার্চে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন পিকে। তখন ভোট কুশলীকে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছিলেন অমরিন্দর সিং। কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই কেন ইস্তফা দিলেন পিকে,তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।