টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির প্রথম বাউটেই হেরে গেলেন সীমা বিসলা( seema bisla)। এদিন তিনি ৫০ কেজি বিভাগের প্রথম বাউটে হারলেন সারা হামদির কাছে। ম্যাচে এদিন প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় এই কুস্তিগীর।

প্রথমের দিকে লড়াই চালিয়ে গেলেও শেষের দিকে প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানতে বাধ্য হলেন ভারতীয় কুস্তিগীর। সারা হামদির বিরুদ্ধে বাউটের প্রথম পিরিয়ডে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকেন সীমা। দ্বিতীয় পিরিয়ডে ক্যামব্যাক করে ১ পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয় তারকা কুস্তিগীর। তবে তিউনিশিয়ান তারকা কুস্তিগীর সেকেন্ড পিরিয়ডে তুলে নেন আরও ২ পয়েন্ট। ফলে ১-৩ ব্যবধানে বাউট হেরে বসেন সীমা।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে সেমিফাইনালে বজরং পুনিয়া
