Sunday, January 11, 2026

বিজেপি নেতা জয়প্রকাশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ফোন ফাঁস

Date:

Share post:

বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদারের (Jay prakash Majumder) নামে গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল। এই মর্মে বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North PS) তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান বাগদার (Bagda) এক বাসিন্দা। সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তির নাম অরূপ রতন রায় (Arup Ratan Roy)

জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য একটা সময় জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিচয়ের সুবাদে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে বলে অরূপ রতন রায়কে
জানিয়েছিলেন জয়প্রকাশবাবু। এবং উত্তর ২৪ পরগণার বাগদা এলাকায় ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিনিময়ে সল্টলেকে নিজের অফিসে বসে গত ১২ জানুয়ারি নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা অরূপ রতন রায়ের থেকে নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।

অরূপ রতন রায়ের আরও অভিযোগ, এরপর থেকে লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।

অরূপ রতন রায়ের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এর কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেখানে ওই ব্যক্তির সঙ্গে বিজেপি রাজ্য সহ-সভার সভাপতির বিধানসবা ভোটে টিকিট বন্টন সংক্রান্ত আলোচনাও শোনা গিয়েছে। ওই ব্যক্তি জয়প্রকাশ মজুমদার-এর কাছে ভোটে দাঁড়ানোর আবদার করছেন। আবার গ্যাসের লাইসেন্স নিয়েও দু’জনের মধ্যে কথাবার্তা চলছে। যদিও এই অডিও ক্লিপ-এর সত্যতা যাচাই করা হয়নি।

এবিষয়ে জয়প্রকাশবাবু জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন অরূপ রতন। একাধিকবার টাকা চেয়ে এই ব্যক্তি তাঁকে ব্ল্যাকমেল ও হেনস্তা করেন বলেও অভিযোগ বিজেপি নেতার। বিষয়টি নিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় পাল্টা একটি লিখিত অভিযোগও দায়ের করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি।

 

 

 

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...