Sunday, November 9, 2025

বিজেপি নেতা জয়প্রকাশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ফোন ফাঁস

Date:

Share post:

বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদারের (Jay prakash Majumder) নামে গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল। এই মর্মে বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North PS) তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান বাগদার (Bagda) এক বাসিন্দা। সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তির নাম অরূপ রতন রায় (Arup Ratan Roy)

জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য একটা সময় জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিচয়ের সুবাদে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে বলে অরূপ রতন রায়কে
জানিয়েছিলেন জয়প্রকাশবাবু। এবং উত্তর ২৪ পরগণার বাগদা এলাকায় ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিনিময়ে সল্টলেকে নিজের অফিসে বসে গত ১২ জানুয়ারি নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা অরূপ রতন রায়ের থেকে নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।

অরূপ রতন রায়ের আরও অভিযোগ, এরপর থেকে লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।

অরূপ রতন রায়ের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এর কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেখানে ওই ব্যক্তির সঙ্গে বিজেপি রাজ্য সহ-সভার সভাপতির বিধানসবা ভোটে টিকিট বন্টন সংক্রান্ত আলোচনাও শোনা গিয়েছে। ওই ব্যক্তি জয়প্রকাশ মজুমদার-এর কাছে ভোটে দাঁড়ানোর আবদার করছেন। আবার গ্যাসের লাইসেন্স নিয়েও দু’জনের মধ্যে কথাবার্তা চলছে। যদিও এই অডিও ক্লিপ-এর সত্যতা যাচাই করা হয়নি।

এবিষয়ে জয়প্রকাশবাবু জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন অরূপ রতন। একাধিকবার টাকা চেয়ে এই ব্যক্তি তাঁকে ব্ল্যাকমেল ও হেনস্তা করেন বলেও অভিযোগ বিজেপি নেতার। বিষয়টি নিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় পাল্টা একটি লিখিত অভিযোগও দায়ের করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি।

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...