Sunday, November 16, 2025

অপরাধ দমন করতে মালদহে আরো নতুন আটটি থানা তৈরির প্রস্তাব

Date:

মালদহ জেলা পুলিশের প্রচেষ্টায় আরো নতুন আটটি থানার গড়ে তোলার দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে জেলা পুলিশ। মালদহ জেলা ব্রিটিশ আমলে তৈরি। জেলায় অপরাধ ক্রমশ বাড়ছে। জেলা পুলিশ অপরাধকে দমন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জালনোট থেকে গরু পাচার, মাদক উদ্ধার সবক্ষেত্রেই পুলিশের প্রচেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জনবহুল এই মালদহ জেলায় জনসংখ্যা দিনে দিনে বাড়ছে। তাই মালদহ জেলা পুলিশ নতুন করে আটটি থানার গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিলেই থানাগুলির পুনর্নির্মাণ করা হবে। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানিয়েছেন মালদহ জেলায় বর্তমানে ১৪ টি থানা ,একটি মহিলা থানা ও একটি সাইবার ক্রাইম থানা রয়েছে। জেলার হরিশচন্দ্রপুর, ইংলিশবাজার ,চাচল, কালিয়াচক, বৈষ্ণবনগর থানা গুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হবে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকা ভেঙে তুলসিহাটা, ভালুকায় , নতুন থানা হবে । চাচোল ভেঙে আরেকটি , মালতিপুর এলাকায় থানা হবে। কালিয়াচক এলাকায় সুজাপুর আরেকটি থানা হবে ।বৈষ্ণবনগর এলাকায় কুম্ভিরা তে একটি থানা হবে। গাজোল থানা এলাকায় দেওতলায় একটি থানা হবে,। কালিয়াচকের গোলাপগঞ্জ তদন্তকারী কেন্দ্র থেকে থানাতে রূপান্তরিত করা হবে ।পাশাপাশি ইংরেজবাজার থানাকে ভেঙে অমৃতিতে একটি থানা হবে। শুধু তাই নয় জেলা পুলিশ সুপার জানান জলপথেও থানা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মানিকচক গঙ্গাতেও জলপথে থানা হবে। যেখানে এসআই ,এসআই পুলিশ আধিকারিকরা নিযুক্ত থাকবেন। পুলিশ জানান উত্তরবঙ্গের সব কটি জেলার তুলনায় থেকে মালদহে সারা বছর কেস এর সংখ্যা বেশি। মালদহ জেলাতে প্রতিবছরই প্রায় ৯৪০০ কেস পড়ে ।

 

 

 

 

Ti

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version