Wednesday, August 27, 2025

অনির্দিষ্টকালের ট্যাঙ্কার ধর্মঘটে সমস্যার মুখে গণপরিবহন। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন (Bengal Tankers Association)। তেল (Oil) সরবরাহ নিয়ে সঙ্কটের আশঙ্কা দেখা দিচ্ছে শহর ও শহরতলিরতে। এর জেরে বহু পেট্রোল পাম্পে বন্ধ ইন্ডিয়ন ওয়েলের পেট্রোল ও ডিজেল সরবরাহ।

ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, চুক্তিবদ্ধ প্রায় ষাটটি ট্যাঙ্কার ইতিমধ্যেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়ান অয়েল তাদের টেন্ডারে পরিবহন খরচ অনেকটাই কমিয়েছে। ফলে ভাড়াও কমিয়ে দেওয়ায় তারা সমস্যায় পড়েছে। দাবি না মানলে লাগাতার আন্দোলন চলবে।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ার মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে পেট্রোল-ডিজেল গাড়িতে তেল তোলেননি ট্যাঙ্কার মালিকরা। ফলে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার একাংশে তেল সরবরাহ করা যায়নি। পাম্পগুলিতে তেল সরবরাহ বন্ধ। ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে, তাড়াতাড়িই কলকাতা এবং হাওড়ার পাম্পগুলিতে তেলের সঞ্চয় ফুরিয়ে যাচ্ছে। প্লাবন ও করোনা আবহে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

দ্রুত সমস্যা না মিটলে অনেক পেট্রোল পাম্পে সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা। জেলার পেট্রোল পাম্পগুলিতে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বড় সঙ্কটের মধ্যে পড়তে চলেছে জেলার গণপরিবহন ব্যবস্থা। একদিকে চলছে না লোকাল ট্রেন এই পরিস্থিতিতে বাস-পুলকারের উপরেই ভরসা নিত্যযাত্রীদের। কিন্তু পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) অভাবে সেগুলো বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন তাঁরা। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক চাইছে সব পক্ষ।

আরও পড়ুন:৭দিনের জন্য জামিন পেলেন গৌতম কুণ্ডু

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version