Tuesday, August 26, 2025

মালদহ জেলা পুলিশের প্রচেষ্টায় আরো নতুন আটটি থানার গড়ে তোলার দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে জেলা পুলিশ। মালদহ জেলা ব্রিটিশ আমলে তৈরি। জেলায় অপরাধ ক্রমশ বাড়ছে। জেলা পুলিশ অপরাধকে দমন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জালনোট থেকে গরু পাচার, মাদক উদ্ধার সবক্ষেত্রেই পুলিশের প্রচেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জনবহুল এই মালদহ জেলায় জনসংখ্যা দিনে দিনে বাড়ছে। তাই মালদহ জেলা পুলিশ নতুন করে আটটি থানার গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিলেই থানাগুলির পুনর্নির্মাণ করা হবে। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানিয়েছেন মালদহ জেলায় বর্তমানে ১৪ টি থানা ,একটি মহিলা থানা ও একটি সাইবার ক্রাইম থানা রয়েছে। জেলার হরিশচন্দ্রপুর, ইংলিশবাজার ,চাচল, কালিয়াচক, বৈষ্ণবনগর থানা গুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হবে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকা ভেঙে তুলসিহাটা, ভালুকায় , নতুন থানা হবে । চাচোল ভেঙে আরেকটি , মালতিপুর এলাকায় থানা হবে। কালিয়াচক এলাকায় সুজাপুর আরেকটি থানা হবে ।বৈষ্ণবনগর এলাকায় কুম্ভিরা তে একটি থানা হবে। গাজোল থানা এলাকায় দেওতলায় একটি থানা হবে,। কালিয়াচকের গোলাপগঞ্জ তদন্তকারী কেন্দ্র থেকে থানাতে রূপান্তরিত করা হবে ।পাশাপাশি ইংরেজবাজার থানাকে ভেঙে অমৃতিতে একটি থানা হবে। শুধু তাই নয় জেলা পুলিশ সুপার জানান জলপথেও থানা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মানিকচক গঙ্গাতেও জলপথে থানা হবে। যেখানে এসআই ,এসআই পুলিশ আধিকারিকরা নিযুক্ত থাকবেন। পুলিশ জানান উত্তরবঙ্গের সব কটি জেলার তুলনায় থেকে মালদহে সারা বছর কেস এর সংখ্যা বেশি। মালদহ জেলাতে প্রতিবছরই প্রায় ৯৪০০ কেস পড়ে ।

 

 

 

 

Ti

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version