কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল, কৃষি আইনের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ যন্তর মন্তরে

অ-বিজেপি দলগুলির ঐক্যের ডাক তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) দিল্লি সফরে গিয়ে দিয়েছিলেন, তাতে উদ্বুদ্ধ অনেক দলই। দফায় দফায় সেখানে বৈঠকে বসছেন বিরোধী নেতৃত্ব। শামিল হচ্ছে তৃণমূলও। শুক্রবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডাকা কৌশল বৈঠকে  মোট ১৪টি বিরোধী দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ঘরে ডাকা ওই  বৈঠকে বৈঠকে ছিল তৃণমূলও। উপস্থিত ছিলেন ডিএমকে (DMK), আরছেডি (RJD),এনসিপি (NCP), শিবসেনার (Shivsena) প্রতিনিধিরাও।
বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস, কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সংসদের ভিতরে এবং বাইরে সুর চড়াচ্ছে তৃণমূল। তাদের সমর্থন জানাচ্ছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধীরা। এই পরিস্থিতিতে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন দুপুরে কৃষক আন্দোলনের সমর্থনে দিল্লির যন্তরমন্তরে মিছিল করে যাবেন  তৃণমূল সাংসদরা, কংগ্রেস সাংতরফেও। তৃণমূলের তরফে দোলা সেন, অপরূপা পোদ্দার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়রা সকালেই যন্তরমন্তরে কিষাণ সংসদে যান।


Previous articleকৃষকদের আন্দোলনে ঝাঁজ আরও বাড়াল তৃণমূল
Next articleনিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ১