কৃষকদের আন্দোলনে ঝাঁজ আরও বাড়াল তৃণমূল

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ঝাঁজ আরও বাড়াল তৃণমূল। এবার যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদরা। দলে ছিলেন দোলা সেনা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার।পরে বিষয়টি টুইটারে জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) ৷

দোলা সেন বলেন, সেপ্টেম্বরে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লি আসবেন। কৃষক আন্দোলন নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক ডাকতে পারেন। মমতা বন্দ্য়োপাধ্যায় গাজিপুর ও অন্যান্য সীমানাতেও যেতে পারেন। এই বক্তব্যই কৃষক নেতাদের জানিয়েছি।

সংসদে বাদল অধিবেশন (Monsoon session) চলছে। এর মধ্যেই পেগাসাস কাণ্ড (Pegasus) নিয়ে রীতিমত উত্তাল সংসদ চত্বর। বিরোধীদের এককাট্টা প্রতিরোধে জেরবার কেন্দ্রের বিজেপি সরকার। এর মধ্যেই দিল্লির যন্তর-মন্তরে শুরু হয়েছে কৃষক আন্দোলন (Farmer Protest)।

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে গত কয়েক মাস ধরে যে আন্দোলন চলছে, তা এই বাদল অধিবেশনের সময় আরও জোরদার করতে কৃষকদের এই পদক্ষেপ ।

 

 

Previous articleBreaking: অভিষেকের উপর হামলাকারীদের গ্রেপ্তার চেয়ে বিশ্রামগঞ্জে তৃণমূল নেতৃত্ব
Next articleকংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল, কৃষি আইনের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ যন্তর মন্তরে