সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি

সকাল থেকেই আকাশের মুখভার। তারপরই  শুরু তুমুল বৃষ্টি।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে।প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। এর জেরেই গত তিনদিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।তবে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিকে সরে যাওয়ার ফলে আগামিকাল অর্থ্যাৎ শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শুক্রবার কিছুটা হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আমতা দু’নম্বর ব্লকে । খুব অল্প হলেও জল নামছে ধীরে ধীরে। জল নামতে শুরু করেছে খানাকূলেও।