‘কে বড় শত্রু’ জানতে মুষল পর্ব চলছে বঙ্গ- সিপিএমে

লড়তে নামা তো দূরের কথা, আপাতত ‘শত্রু’ খুজতেই নাজেহাল সিপিএম৷

নিজেদের তৈরি করা ‘বিজেমূল’ তত্ত্ব নিয়ে দলের অন্দরে বিতর্ক কিছুতেই মিটছেনা৷ কে বড় শত্রু, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাদা আলাদা কথা বলে চলেছে আলিমুদ্দিনের নেতারা৷

এবার সরাসরি প্রকাশ্যে চলে এসেছে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমের তরজা৷
জানা গিয়েছে, মুজফফর আহমেদের জন্মদিবসের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস বিজেপি-কে এক সারিতে রেখে চলা নিয়ে ভুল স্বীকার করেছেন রাজ্য সম্পাদক। আর তখনই সূর্যকান্ত মিশ্রের কথা উড়িয়ে বিজেমূল তত্ত্বের পক্ষেই সওয়াল করেছেন মহম্মদ সেলিম। জানা গিয়েছে, বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএমের রাজ্য সম্পাদক বোঝানোর চেষ্টা করেন, এই মুহুর্তে দলের ‘বড় শত্রু’ বিজেপি-ই। একুশের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল ও বিজেপি-কে একাসনে বসিয়ে ‘ব্লান্ডার’ করা হয়েছে৷ দু’জনেই বলেছেন, এই দুই দলকে সিপিএম এক চোখে দেখে না। স্পষ্ট বলেন, সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে কোনও সমস্যাই নেই বামেদের।

আর এর পরেই নিজের ভাষণে মহম্মদ সেলিম সরাসরি উড়িয়ে দেন বিমান-সূর্যের অভিমত৷ পুরোপুরি উল্টো সুরে সেলিম বলেন, “এখন তো দেখছি অনেকে বলছেন বিজেমূল তত্ত্ব না’কি ভুল ছিল। কংগ্রেস-নকশাল যৌথ অভিযানের সময় আমরা কংশাল শব্দটা প্রয়োগ করেছি। দুটো আলাদা উদ্দেশ্য হলেও বিষয়টা এক। বিজেমূল কথা ভুল নয়”৷ সূর্যকান্ত অন্য সুরে বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে আমরাই বলেছি দুই দল একসঙ্গে ঘর করেছে। কিন্তু, এবারের বিধানসভা ভোটে তাঁরা এক হয়ে লড়েনি। বিজেপি এবং তৃণমূল একে অপরকে হারানোর জন্যই লড়েছে।”

আরও পড়ুন:হাওড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে অরূপ, দিলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ

দুই নেতার তরজায় বিভ্রান্ত দলের নেতা,কর্মী ও সমর্থকরা৷ তাঁরা এটা ভালোভাবে নেননি৷ রাজ্যে শূন্যে নেমে এসেও এই কাজিয়াকে মানতেই পারছেন না দলের নেতা-কর্মীরা৷

 

Previous articleহাওড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে অরূপ, দিলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ
Next articleউপত্যকায় পুলিশি এনকাউন্টার, নিহত ১ জঙ্গি