Sunday, August 24, 2025

কংগ্রেসের সঙ্গে জোট কেন,প্রশ্নের মুখে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব

Date:

২১এর বিধানসভা নির্বাচনে বঙ্গ সিপিআইএমের ফল ‘শূন্য’। এরজন্য আলিমুদ্দিনকেই দায়ী করল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি। গতকালের সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রশ্ন করা হয়, কেন কংগ্রেসকে জোটসঙ্গী করা হল? আর এই প্রশ্নেই কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব।

কারাট শিবির এদিন বলেন, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কারণেই পশ্চিমবঙ্গে একটাও আসন পায়নি বামেরা। তবে এপ্রসঙ্গে রামচন্দ্র ডোম, রবীন দেব, আভাস রায়চৌধুরীদের সাফাই ২০১৮ পার্টি কংগ্রেসে বলা হয়েছিল, বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করে লড়াই করতে হবে। তাই কংগ্রেসকে নেওয়া হয়।’ তা খারিজ করে দেন অন্য রাজ্যের প্রতিনিধিরা। তাঁদের পাল্টা বক্তব্য, আপনারা অতিরিক্ত উদ্যোগ নিয়েছেন, তা ফলাফলে স্পষ্ট হয়েছে। কারাটপন্থীদের মতে, বৃহত্তর বাম ঐক্য ও বাম শক্তিকে একত্র রাখার ভাবনাতেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল। কিন্তু প্রশ্ন উঠছে, সব দোষ কি বাংলার নেতাদের? ব্রিগেডে তো এক মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি ও অধীর চৌধুরী। ওই মঞ্চ থেকে ‘সংযুক্ত মোর্চা’র ঘোষণা করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক।

আগামীকাল পর্যন্ত এই কেন্দ্রীয় কমিটির এই বৈঠক চলবে। আর তাতে আরও প্রশ্নের মুখোমুখি হতে হবে বঙ্গ সিপিআই এম নেতৃত্বকে বলে মনে করছেন বিমান, সুজনরা।



 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version