Monday, August 25, 2025

অক্টোবরেই বাজারে আসতে চলেছে শিশুদের টিকা, সুখবর শোনাল সেরাম কর্তা

Date:

তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার আগেই বাজারে শিশুদের জন্য টিকা আসবে কিনা, তানিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর ঠিক সেই সময় আশার বার্তা শোনাল সেরাম ইন্সটিটিউট।  অক্টোবরেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা আসছে বলে জানালেন সেরাম কর্তা, আদর পুনাওয়ালা।

করোনার তৃতীয় ঢেউ শিশুদের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই তা নিয়ে স্বভাবতই চিন্তিত অভিভাবক থেকে শুরু করে চিকিৎসকেরাও। শুক্রবার সেরাম কর্তা স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার সঙ্গে দেখা করেন। বৈঠকে কোভিশিল্ডের উৎপাদন ও সরবরাহ নিয়ে বিস্তর কথা হয়। বৈঠক শেষে আদর জানান, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ‘কোভোভ্যাক্সের’-এর ট্রায়াল চলছে। খুব শীঘ্রই সেই ট্রায়াল সম্পূর্ণ হবে। তারপরই বাজারে শিশুদের ভ্যাকসিন চলে আসবে। পাশাপাশি তিনি এও জানান, ২ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্যও টিকা প্রস্তুতের কাজ চলছে জোরকদমে।

তৃতীয় ঢেউয়ে শিশুদের উপর করোনার প্রভাব পড়ার আশঙ্কা করছেন গবেষকেরা। এর আগে মর্ডানা এবং ফাইজার শিশুদের টিকা আনার কথা ঘোষণা করেছে। এমনকি ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ‘জাইকভ-ভি’-এর নামও। এরই মধ্যে সেরাম কর্তার ঘোষণায় আরও খানিকটা স্বস্তি পেল গোটা দেশ।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version