Friday, July 4, 2025

বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা, আলোচনা চেয়ে মোদিকে চিঠি মমতার

Date:

কেন্দ্রীয় সরকারের(central government) বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। চিঠিতে তার দাবি, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই বিল রাজ্যের অধিকারকে খর্ব করছে। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। শুধু তাই নয়, চিঠিতে তিনি আরো জানিয়েছেন এই বিল প্রস্তাব করার পূর্বে কেন্দ্রীয় সরকার যেন রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, এই বিল জনসাধারণের স্বার্থবিরোধী। সংবিধানে বিদ্যুতের বিষয়টি যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়। ফলে বিল নিয়ে আসার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা প্রয়োজন। কোনরকম আলোচনা ছাড়া কেন্দ্র যদি এই ধরনের একতরফা পদক্ষেপ নেয় তাহলে তার স্বৈরাচারী ও রাজ্য সরকারের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ করা হবে। শুধু তাই নয়, এই বিল সংসদে পাস হয়ে গেলে সাধারণ মানুষ, গরিব উপভোগক্তারা এর বলি হবেন।

আরও পড়ুন:অর্ধেক আমেরিকা টিকার ২টি ডোজ পেলেও, মোদির শাইনিং ইন্ডিয়ায় এখনও হাহাকার

শুধু তাই নয় চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, রাজ্যের সঙ্গে কথা না বলে এই বিল আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিল সংশোধনীর মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে খোলা বাজারের নীতি মেনে বেসরকারি ক্ষেত্রকে মুনাফা করার সুযোগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বণ্টনের বিষয়টি রাজ্য নিয়ামক সংস্থার অধীনস্থ। এ ক্ষেত্রে সেই অধিকারও খর্ব করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এবং ক্ষোভ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সরকার যেন এই ধরনের বিল আনা থেকে বিরত থাকে।

 

Related articles

দিল্লিতে রেকর্ড বিক্রি বাংলার আমের, এরাজ্যের হিমসাগর- লক্ষণভোগে মজেছে রাজধানী

নয়াদিল্লির হ্যান্ডলুম হাটে (Handloom Hut, New Delhi) চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা ও হ্যান্ডলুম-হ্যান্ডিক্রাফ্ট এক্সপো ২০২৫-এ (Bengal Mango Fair...

রুট, স্টোকসকে ফিরিয়ে জবাব মহম্মদ সিরাজের

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে...

রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল...

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে 'থ্রিলার'...
Exit mobile version