Wednesday, December 17, 2025

অর্ধেক আমেরিকা টিকার ২টি ডোজ পেলেও, মোদির শাইনিং ইন্ডিয়ায় এখনও হাহাকার

Date:

Share post:

তথ্য বলছে ৭ আগস্ট পর্যন্ত সরকারিভাবে দেশে ৫০ কোটি মানুষ করোনা ভ্যাকসিন(covid vaccine) পেয়ে গিয়েছেন। তবে ভারত যেখানে এখনও পর্যন্ত ৫০ কোটি টিকা দিতে পেরেছে সেখানেই আমেরিকার(America) ৫০ শতাংশ মানুষ করোনা টিকার ২টি করে ডোজ পেয়ে গিয়েছেন। যদি ধরে নেওয়া হয় ভারতের(India) জনসংখ্যা ১৩০ কোটি এবং এই সংখ্যার হিসেবে দুটি করে ডোজ যদি ভারতীয়রা পেয়ে থাকেন তাহলে এখনো পর্যন্ত দেশের ১০ শতাংশ মানুষও করোনা টিকা পাননি। টিকাকরণের নিরিখে আমেরিকার সঙ্গে দেখতে গেলে এই রিপোর্ট মোদি সরকারের জন্য অত্যন্ত হতাশাজনক।

গত শুক্রবার হোয়াইট হাউসের তরফে এক রিপোর্ট প্রকাশে আনা হয় যেখানে আমেরিকা তরফে দাবি করা হয়েছে আমেরিকার ৩৩.৩১ কোটি জনসংখ্যার ৫০ শতাংশের বেশি নাগরিক টিকার ২টি ডোজ পেয়ে গিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় ৮.২১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছেন মানুষ। যার মধ্যে ৫.৬৫ লাখ প্রথম ডোজ নিলেন। শুধু তাই নয় বাইডেন সরকারের উদ্যোগে ব্যাপকভাবে সকলকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, এটা সত্যি যে টিকাকরণের সংখ্যার নিরিখে বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় ভারতে এগিয়ে রয়েছে। তবে জনসংখ্যার নিরিখে যদি দেখা যায় তবে ভারতের টিকাকরণ প্রক্রিয়া বেশ হতাশাজনক। বিশেষজ্ঞদের পরামর্শ, জনসংখ্যার হিসেবে টিকাকরণের গতি বাড়াতে হবে ভারতকে। যদিও গত ২১ জুন টিকাকরণের রাশ কেন্দ্র নিজের হাতে নেওয়ার পর ভারতে টিকাকরণ গতি পেয়েছে। বিগত ৩০ দিনে প্রায় ১৪ কোটি মানুষ টিকা নিয়েছেন। শুধু তাই নয়, ১০ কোটি টিকা দেওয়া হয়েছে মাত্র ২০ দিনে।

আরও পড়ুন:পাক জঙ্গি গোষ্ঠীর লিংকম্যানের হদিশ হুগলিতে

তথ্য বলছে দেশে প্রতিদিন যত মানুষ টিকা নিচ্ছেন তাদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন ১৮ থেকে ২০ শতাংশ মানুষ। শেষ ২৪ ঘন্টায় দেশে টিকা পেয়েছেন ৪৯.৫৫ লক্ষ। এদের মধ্যে প্রায় ৪০ লক্ষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। এখনো পর্যন্ত মোট ৫০ কোটি ১০ লক্ষ ৯৬০৯ জন টিকা পেয়েছে। তথ্য বলছে দেশে টিকাকরণ গতি পেলেও পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় জনসংখ্যার বিচারে ভারতে টিকাকরণের হার অনেকটাই কম।

সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যে 50 কোটি টিকা দেওয়া হয়েছে তারমধ্যে
০-১০ কোটি ৮৫ দিনে
১০-২০ কোটি ৪৫ দিনে
২০-৩০ কোটি ২৯ দিনে
৩০-৪০ কোটি ২৪ দিনে
৫০ কোটি ২০ দিনে

 

spot_img

Related articles

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...