ব্রোঞ্জ জয় পুনিয়ার, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর

শনিবার অলিম্পিক্সে ( Olympics)কুস্তিতে ব্রোঞ্জ পদক জয় বজরং পুনিয়ার( bajrang puia)। এদিন ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে দৌলত নিয়াজবেকভকে হারিয়ে পদক জেতেন ভারতীয় এই কুস্তিগীর। পদক নিশ্চিত করতেই গোটা দেশের শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দনের জোয়ারে ভেসে যান পুনিয়া। পুনিয়াকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president ramnath kovind) , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi) এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( chief minister mamata banerjee)।

এদিন রাষ্ট্রপতি পুনিয়ার উদ্দেশে টুইটারে লেখেন,” ভারতের কাছে এটি গর্বের দিন। অনেক অভিনন্দন বজরং পুনিয়াকে। তোমার জয় গোটা ভারতবর্ষ দেখেছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” দারুণ খবর। অনেক অভিনন্দন বজরং পুনিয়াকে। আজকে সব ভারতবাসীর কাছে এটি একটি গর্বের দিন।”

বজরং পুনিয়াকে অভিনন্দন জানিয়ে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় লেখেন,” অনেক অভিনন্দন বজরং পুনিয়াকে। ওর পারফরম্যান্সের জন‍্য আমাদের গর্ব হচ্ছে।”

আরও পড়ুন:স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে অভিনন্দন কোবিন্দ, মোদি, মমতার