সোনার ছেলে নীরজকে অভিনন্দন সচিন, সেহবাগ, বিন্দ্রা, হরভজনদের

অলিম্পিক্সে( Olympics) প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জয় ভারতের( india)। শনিবার জ‍্যাভলিন থ্রোতে দেশকে স্বর্ণপদক এনে দেন নীরজ চোপড়া( neeraj chopra)। এরপরই অভিনন্দনের জোয়ারে ভেসে যান হরিয়ানার নীরজ। টোকিওতে ( Tokyo)ইতিহাস তৈরি করার নীরজকে শুভেচ্ছা সচিন তেন্ডুলকর( sachin tendulkar) , অভিনব বিন্দ্রা( abhinav bindra), বীরেন্দ্র সেহবাগ( virendar sehwag), হরভজন সিং( harbhajan singh) থেকে পিটি উষার( pt usha)।

এদিন নীরজের উদ্দেশে টুইটারে সচিন লেখেন,” ভারত আজ উজ্জ্বল নীরজের জন‍্য। নীরজ ভারতকে এক অন‍্য উচ্চতায় নিয়ে গিয়েছে। নীরজের জন‍্য আজ ভারতবাসী গর্ববোধ করছে।”

ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ লেখেন,” অনেক অভিনন্দন নীরজ চোপড়াকে। তুমি আরও অনেক উন্নতি করো। আমরা তোমার জন‍্য গর্ববোধ করছি। অনেক ধন্যবাদ।”

নীরজকে অভিনন্দন জানান বেজিং অলিম্পিক্সে সোনার পদক পাওয়া অভিনব বিন্দ্রা। তিনি লেখেন,” আজ ভারতবাসীর স্বপ্ন পূরণ হল। অনেক অভিনন্দন তোমাকে। এরকমভাবেই এগিয়ে চলো তুমি।” এছাড়াও নীরজের উদ্দেশে একটি খোলা চিঠিও লেখেন বিন্দ্রা।

নীরজকে অভিনন্দন জানান হরভজন সিং। তিনি লেখেন,” আজ অনেক গর্বের দিন। অলিম্পিক্সে সোনার পদক জয় নীরজের।”

ভারতের সোনার ছেলেকে অভিনন্দন জানান পিটি উষাও। তিনি লেখেন,” আমার ৩৭ বছরের অধরা স্বপ্ন পূরণ করল নীরজ। ”

আরও পড়ুন:রিও-র পর টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে স্বর্ণপদক জয় ব্রাজিলের

 

Previous articleসংক্রমণ ঠেকাতে এবার কেরল ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী জেলাগুলিতে কার্ফু জারি
Next articleত্রিপুরায় তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলার প্রতিবাদ, কানাইপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ