Friday, August 22, 2025

“আমরা সবাই মমতার পাশে আছি”, এবার কলকাতায় এসে বার্তা অভিনেত্রী শাবানা আজমির

Date:

গত সপ্তাহেই দিল্লিতে বাংলাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলিউডের (Bollywood) কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar) এবং খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমির (Shabana Azmi)। সেই সময় তৃণমূল (TMC) সুপ্রিমোর সঙ্গে দেখা করার পর ২০২৪-এ দেশে পরিবর্তন আসবেই বলে দৃঢ়প্রত্যয়ী ছিলেন নরেন্দ্র মোদি বিরোধী (Narendra Modi) হিসাবে খ্যাত এই সেলিব্রিটি দম্পতি।

এবার মমতার শহরে এসে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী শাবানা আজমি। বাইপাস সংলগ্ন অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন শাবানা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”মমতা যা করছেন,তার জন্য সকলের ওঁর পাশে দাঁড়ানো উচিত। দিদি অনেক বড় পদক্ষেপ করেছেন। আমরা সবাই ওঁর পাশে আছি। এটা দেশের ব্যাপার। কোনও রাজনৈতিক দলের নয়।”

উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি সফরের সময় জাভেদ আখতার এবং শাবানা আজমির সঙ্গে সাক্ষাৎ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, মমতার নেতৃত্বেই কি ২০২৪-এ কেন্দ্রে পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতারের ছিল, “কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশে পরিবর্তন আসাটাই আসল ব্যাপার। দেশের সার্বিক পরিস্থিতি বদলাতে হবে। আমার মনে হয়, ২০২৪-এ পরিবর্তন আসা দরকার। এবং ২০২৪-এ পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও উন্নতি হবে।” নেতৃত্ব নিয়ে স্পষ্ট কিছু না বললেও চব্বিশের লড়াইয়ে মমতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন জাভেদ আখতার। তাঁর মতে বাংলায় ‘’খেলা হবে” স্লোগান খেল দেখিয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই। ‘’খেলা হবে’’ নিয়ে জাভেদ আখতারকে একটি গান লেখারও অনুরোধ জানিয়েছেন মমতা।

এবার কলকাতায় এসে শাবানা আজমির মুখেও বাংলার মুখ্যমন্ত্রী প্রশংসা সর্বভারতীয় পরিসরে সংস্কৃতিক জগৎকে একটা তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:ত্রিপুরায় বাইকবাহিনীর অনুসরণ, কারা ছিল? ভিডিও পোস্ট করে জানালেন কুণাল

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version