Saturday, August 23, 2025

দুষ্কৃতীদের গুলিতে খুন অকালি দলের যুবনেতা, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Date:

শনিবার সকালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো পাঞ্জাবের(Punjab) মোহালি(Mohali) জেলায়। অকালি দলের(akali dal) এক যুব নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয় ভিকি মিট্টুখেরা নামের ওই নেতাকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবনেতার। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিকি সেক্টর ৭১-এর মাটোর মার্কেটে নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হামলা চালানোর জন্য ওই এলাকায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। এরপর ভিকি নিজের গাড়িতে বসতে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। এরপরই গাড়িতে চড়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে এই হত্যাকাণ্ডের পর রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাবের রাজনীতি।

আরও পড়ুন:অক্টোবরেই বাজারে আসতে চলেছে শিশুদের টিকা, সুখবর শোনাল সেরাম কর্তা

ভিকির মৃত্যুতে পাঞ্জাবের অকালি দলের বর্ষীয়ান নেতা ও দলের মুখপাত্র দলজিৎ সিং জানিয়েছেন, এই ভয়ংকর হামলার ঘটনা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত ছবিটা ফুটে উঠছে। তাঁর কথায়, “পাঞ্জাবে আইনশৃঙ্খলার যা অবস্থা দাঁড়িয়েছে তাতে কেউই নিরাপদ অনুভব করছে না। দিনেদুপুরে এমন হামলার ঘটনা থেকে বোঝা যাচ্ছে আইনকে দুষ্কৃতীরা আর ভয় পাচ্ছে না।”

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version