বিজেপিকে সরাসরি দায়ী করে তৃণমূলের পাশে ত্রিপুরা সিপিএম

ত্রিপুরায় কি রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। তৃণমূল নেতাদের উপর হামলা ও পার্টি অফিস ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ইস্যুতে এবার সিপিএম তৃণমূলের পাশে দাঁড়াল। বিবৃতি দিয়ে তৃণমূলের উপর হামলার ঘটনার নিন্দা করল সিপিএম। সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থকেে তৃণমূলের উপর হামলা ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করা হয়েছে ।
ত্রিপুরার আমবাসায় তৃণমূলের যুব নেতা-নেত্রীদের উপর হামলা হয়। তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়, ধর্মনগরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এই দুই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকেই দায়ী করা হয়।সিপিএমের এহেন বিবৃতির পর স্বাভাবিক ভাবেই ত্রিপুরার বিপ্লব দেব সরকারের উপর আরও চাপ বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী বিবৃতি দিয়ে জানিয়েছে, আমবাসায় তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা, ধর্মনগরে পার্টি অফিস ভাঙচুরের ঘটনা বিজেপির দুর্বৃত্ত বাহিনীর ফ্যাসিস্টসুলভ আক্রমণের তীব্র নিন্দা করা হচ্ছে।

 

 

 

Previous articleত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের
Next articleকেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা ডেরেকের